পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ভোলা জেলা সংবাদদাতা : বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এমপি বলেছেন, একাত্তরের স্বাধীনতাবিরোধী, যুদ্ধাপরাধী ও মানবতাবিরোধী মীর কাসেম আলীর ফাঁসির রায় কার্যকরসহ সব যুদ্ধাপরাধীর বিচারের মাধ্যমে দেশ এখন কালিমামুক্ত হয়েছে। অথচ স্বাধীনতাবিরোধী সেই নিজামী-মুজাহিদের হাতে পতাকা তুলে দিয়েছিলেন বিএনপি নেত্রী খালেদা জিয়া। তারা বঙ্গবন্ধুর খুনিদের রাষ্ট্রীয়ভাবে পুনর্বাসন করেছেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ১৯৯৬ সালে ক্ষমতায় এসে বঙ্গবন্ধু হত্যার বিচারকাজ শুরু করেছেন। কিন্তু সমাপ্ত করে যেতে পারেননি। খালেদা জিয়া ক্ষমতায় এসে সেটা বন্ধ করে দিয়েছেন। ২০০৯ সালে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসার পর সেই বিচারের রায় কার্যকর করা হয়েছে। দেশে অবস্থানরত মানবতাবিরোধীদের মৃত্যুদ- কার্যকর করা হয়েছে। অনেকে বিদেশে পালিয়ে রয়েছে। তাদেরও দেশে আনার ব্যবস্থা করা হচ্ছে।
রোববার দুপুরে ভোলা সদর উপজেলার ইলিশা ইউনিয়ন পরিষদে নদী ভাঙনকবলিত পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণেই দেশ আজ কলঙ্কমুক্ত হয়েছে। শেখ হাসিনা ক্ষমতায় আসার কারণেই যেমনি বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে তেমনি স্বাধীনতা বিরোধী-মানবতাবিরোধীদের বিচারের কাজ চলছে। বাংলাদেশ জঙ্গিমুক্তও হবে।
তোফায়েল আহমেদ বলেন, ভোলার নদীভাঙন রোধে দেড় হাজার কোটি টাকা বরাদ্দ হয়েছে। ভোলাকে নদীভাঙনের হাত থেকে রক্ষা করা হবে। ভোলা-বরিশাল সড়ক যোগাযোগ স্থাপনের কাজ হচ্ছে। ভোলায় পর্যাপ্ত গ্যাস রয়েছে। সেই গ্যাস দিয়ে গ্যাসভিত্তিক শিল্প, কল-কারখানা স্থাপন করা হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান এমপি বলেন, যুদ্ধাপরাধী ও মানবতাবিরোধী মীর কাসেম আলীর ফাঁসির রায় কার্যকরের মধ্য দিয়ে বাংলাদেশ থেকে আরো একটি পাপ দূর হয়েছে এবং বাংলাদেশ এখন পাপমুক্ত হয়েছে। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে এখন উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে।
সদর উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মমিন টুলু, জেলা প্রশাসক মোহা: সেলিম উদ্দিন, পুলিশ সুপার মোকতার হোসেন, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান আলহাজ মো: ইউনুস, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাইনুল হোসেন বিপ্লব, ইলিশা ইউনিয়নের চেয়ারম্যান হাসনাইন আহমেদ হাসানসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।