পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
আসন্ন পবিত্র হজ ১৪৪২ হিজরী এ গমনের আগাম প্রস্তুতি হিসেবে সরকারি ও বেসরকারি সিস্টেমে নিবন্ধিত ১৮ বছরের ঊর্ধ্বে ও ৪০ বছরের নিম্নে ৪,৮৩৩ জন এবং ৪০ বছরের ঊর্ধ্বে ৫৫,৮৭৩ জন মোট ৬০,৭০৬ জন ব্যক্তিকে কোভিড-১৯ এর টিকা গ্রহণ করতে হবে। টিকা কার্ডে ট্র্যাকিং নম্বর, নাম, জন্ম তারিখ, পিতার নাম, মাতার নাম, জাতীয় পরিচয় পত্র নম্বর, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, লিঙ্গ, মোবাইল নম্বর, হজ লাইসেন্স নম্বর, এজেন্সির নাম ইত্যাদি তথ্য উল্লেখ থাকবে।
আজ ধর্ম মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছে। স্বাস্থ্য সেবা বিভাগের মাধ্যমে মার্চ ২০২১ এর মধ্যে কোভিড-১৯ টিকার প্রথম ডোজ ও আগামী মে এর মধ্যে কোভিড-১৯ টিকার দ্বিতীয় ডোজ প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তরকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ হতে অনুরোধ করা হয়েছে। উল্লেখ্য, হজে গমন করতে হলে কোভিড-১৯ এর টিকা গ্রহণ বাধ্যতামূলক মর্মে রাজকীয় সউদী সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের গেজেট প্রকাশিত হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।