পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পেটের মধ্যে বিশেষ কায়দায় ৭ হাজার ৯৯০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে বিমানবন্দর আর্মড পুলিশ (এপিবিএন)। গত শনিবার রাতে তাদেরকে গ্রেফতার করা হয়।
গতকাল বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশনস) মো. আলমগীর হোসেন ইনকিলাবকে জানান, গত শনিবার রাতে কক্সবাজার থেকে নভোএয়ারের (ভিকিউ ৯৩২) একটি ফ্লাইট অবতরণ করে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এ সময় মো. সফিকুল আলম ও মো. শাহজাহান মিয়া নামের দুই ব্যক্তির পেটের মধ্যে বিশেষ কায়দায় ইয়াবা নিয়ে বিমানবন্দর থেকে বের হয়ে যায়। এরপর তারা অভ্যন্তরীণ বিমানবন্দরের বাইরে পার্কিং এলাকার পাবলিক টয়লেটের সামনে আসে।
এ সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের চ্যালেঞ্জ করে বিমানবন্দর আর্মড পুলিশের সদস্যরা। জিজ্ঞাসাবাদ করলে তাদের পেটের ভেতর ইয়াবা থাকার কথা স্বীকার করে। পরবর্তীতে প্রায় ১২ ঘণ্টা পরে তাদের পেট থেকে ১৬০ প্যাকেট ইয়াবা বের করে আনা হয়। তাদের কাছ থেকে ৭ হাজার ৯৯০ পিস ইয়াবা জব্দ করা হয়। যার বাজারমূল্য চল্লিশ লাখ টাকা।
জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে, তারা উভয়ে চালানপ্রতি ১৫ হাজার করে টাকা পেত। মো. ফয়সাল নামের আরেক যাত্রী এবং মাদক ব্যবসায়ী এই ইয়াবার অর্থের যোগানদাতা এবং সে পিছনে থাকায় গ্রেফতার এড়াতে সক্ষম হয়। কিন্তু তাকেও এজাহারে আসামি করা হয় বলে জানা গেছে। তাদের সবার বাড়ি কক্সবাজার জেলার টেকনাফ থানার হ্নীলাতে বলে জানা গেছে। তিনি আরো জানান, গতকাল বিকেলে বিমানবন্দর থানায় তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।