পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
তথ্যমন্ত্রী ড হাছান মাহমুদ বলেছেন ইতিহাস বিকৃতিকারীরা ইতিহাসের পাতায় দুষ্কৃতকারী হিসেবে বিবেচিত হবে। তিনি বলেন, বিএনপি জন্মলগ্ন থেকে ইতিহাস বিকৃত করে আসছে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এসেও বিএনপি সে ধারা থেকে বেরিয়ে আসতে পারেনি।
শনিবার দুপুর চট্টগ্রাম সিটি আউটার রিং রোডে সাইকেল লেনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এ কথা বলেন।
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) নগরীর পতেঙ্গা থেকে সাগরিকা পর্যন্ত সমুদ্র উপকূলে সাড়ে ১৫ কিলোমিটার দীর্ঘ সড়ক নির্মাণ করে। এই সড়কের পতেঙ্গা অংশে ছয় কিলোমিটার সাইকেল লেন রাখা হয়েছে। সিডিএর প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সিডিএ চেয়ারম্যান এম জহিরুল আলম দোভাষ ও বোর্ড সদস্য জসিম উদ্দিন। অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, ৭ মার্চ ঐতিহাসিক ভাষণের মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। কিন্তু পাকিস্তান সে ভাষণের মর্মকথা বুঝতে পারেনি। একইভাবে বিএনপিও পাকিস্তানের মতো তা বুঝতে পারেনি। এই দিক থেকে পাকিস্তানের সঙ্গে বিএনপির মিল রয়েছে। আশা করি বিএনপি এই ভুল থেকে বের হয়ে আসবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।