Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৫ দফা দাবিতে শ্রমিক-কর্মচারী ফেডারেশনের সমাবেশ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ মার্চ, ২০২১, ১২:০১ এএম

চিনিকল-পাটকল আধুনিকায়ন করে রাষ্ট্রীয় উদ্যোগে চালু শ্রমিকদের বকেয়া বেতন ও ভাতা অবিলম্বে পরিশধো, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল. শ্রমিকনেতা রুহুল আমিনসহ গ্রেফতারে থাকা সব নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তির দাবিতে মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন। গতকাল শুক্রবার বিকেল ৪টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ শ্রমিক-কর্মচারী ফেডারেশন ঢাকা মহানগর শাখার উদ্যোগে সংগঠনের মহানগর শাখার সভাপতি রাজু আহমেদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ-সভাপতি মানস নন্দী , শ্রমিকনেতা মানিক হোসেন, ভজন বিশ্বাস প্রমুখ।

সমাবেশে নেতারা বলেন, সরকার জনগণের কোনো মতের তোয়াক্কা না করেই একের পর এক গায়ের জোরে জনবিরোধী সিদ্ধান্ত নিয়ে চলেছে। ২৫টি রাষ্ট্রায়ত্ত পাটকল ও ৬টি চিনিকল বন্ধ করার মাধ্যমে দেশের এক বৃহৎ অংশের শ্রমিক, আখচাষি, পাটচাষি ও এসব শিল্পে কয়েক কোটি পরিবারকে অনিশ্চয়তার মধ্যে ফেলে দেয়া হয়েছে। তারা এখন নিদারুণ কষ্টে দিন পার করছে।

তারা বলেন, অন্যদিকে বেড়ে চলেছে মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম। চাল-ডাল- তেল- লবণ, সবজি, মাছসহ বাজারের সব জিনিসের দাম এখন সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে। ফলে সবচেয়ে বেশি কষ্টে কাটছে নিম্নবিত্ত শ্রমজীবী অসহায় মানুষদের জীবন। কিছুদিন পরেই রমজান মাস। অথচ সিন্ডিকেট-ব্যবসায়ীদের স্বার্থে বর্তমান সরকার নিচ্ছে না দাম নিয়ন্ত্রণে কোনো সুষ্ঠু পদক্ষেপ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শ্রমিক-কর্মচারী-ফেডারেশন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ