পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
এবার রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকায় যাত্রা শুরু করলো দেশের অন্যতম রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’। শুক্রবার (১২ মার্চ) বেলা ১১টায় ১০৮ নর্থ কালশি রোডের সেবা লাউঞ্জ (সাগুফতা নতুন রোড) -এর ১ নং চেক পোস্ট সংলগ্ন মিরপুর ডিওএইচএসে নতুন এ আউটলেটের উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সেবা প্লাটফর্ম লিমিটেডের পক্ষ থেকে অ্যাডভাইজার আব্দুল হালিম ভুইয়া, চিফ ফিন্যান্স অফিসার জহির উদ্দিন, চিফ টেকনোলজি অফিসার আবু নাসের মোহাম্মদ শোয়েব, ডিজিটাল ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের ফাহিম নাজাম উস সাকিব, স্বপ্ন'র হেড অব বিজনেস এক্সপ্যানশন জহিরুল ইসলাম,এরিয়া সেলস ম্যানেজার আকবর হোসেনসহ অনেকে।
নতুন এ আউটলেটের উদ্বোধন উপলক্ষে স্বপ্ন’র পক্ষ থেকে গ্রাহকদের জন্য রয়েছে মাসব্যাপী আকর্ষণীয় সব অফার। বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছাড়াও এসব অফারের আওতায় থাকছে নগদ ম‚ল্যছাড়।
স্বপ্ন’র রিটেইল এক্সপ্যানশন বিভাগের পরিচালক সামসুদ্দোহা শিমুল বলেন, মিরপুর ডিওএইচএসে যাত্রা শুরু করল ‘স্বপ্ন’। আমরা আশা করছি, স্বাস্থ্যসম্মত এবং নিরাপদ পরিবেশে গ্রাহকরা নিয়মিত বাজার করবেন। স্থানীয়দের চাহিদার কথা মাথায় রেখে পণ্য রাখা হয়েছে আমাদের আউটেলেটে। আমরা তাদের কাছ থেকে পরামর্শ এবং ম‚ল্যায়নও আশা করবো। গ্রাহকের চাহিদা ও সন্তুষ্টিকে সবসময় অগ্রাধিকার দেয় ‘স্বপ্ন’।
এই আউটলেটে গ্রাহকদের জন্য হোম ডেলিভারি সেবাও থাকছে। হোম ডেলিভারির জন্য যোগাযোগ-০১৩১৩-০৫৪৫৭২।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।