Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজস্ব আহরণের মূল লক্ষ্য স্বনির্ভরতা অর্জন

চিটাগাং চেম্বারে প্রাক বাজেট আলোচনায় এনবিআর চেয়ারম্যান

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১২ মার্চ, ২০২১, ১২:০৭ এএম

অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেছেন, স্বনির্ভরতা অর্জনে রাজস্ব আহরণই মূল লক্ষ্য। রাজস্ব বোর্ড দেশে কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং ব্যবসা-বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে কাজ করে যাচ্ছে। রাজস্ব আহরণেও স্বচ্ছতা নিশ্চিত করা হচ্ছে। তিনি গতকাল বৃহস্পতিবার চিটাগাং চেম্বার আয়োজিত প্রাক বাজেট আলোচনায় এসব কথা বলেন। আসন্ন ২০২১-২০২২ অর্থ বছরের জাতীয় বাজেটের প্রাক্কালে নগরীর আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে অনুষ্ঠিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন চেম্বার সভাপতি মাহবুবুল আলম।

এনবিআর চেয়ারম্যান বলেন, শুধু কর আদায় করাই সরকারের একমাত্র কাজ নয় বরং স্থানীয় শিল্পের বিকাশ ও রক্ষা, দেশীয় উৎপাদন, কৃষি, স্বনির্ভরতা অর্জন, পরিবেশ সুরক্ষার কথা চিন্তা করেই করারোপ করা হয়। তিনি একটি ব্যবসা ও বিনিয়োগবান্ধব নীতি প্রণয়নে অঙ্গীকার ব্যক্ত করেন এবং ব্যবসায়ীদের স্বচ্ছতার জায়গাটা নিশ্চিত করার আহবান জানান। চিটাগাং চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেন, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি, বিনিয়োগ বৃদ্ধি ও রাজস্ব উপযোগী বাজেট চাই। তিনি করমুক্ত আয় সীমা বৃদ্ধি, পাবলিকলি ও নন-পাবলিকলি ট্রেডেড কোম্পানীর করহার কমানো, সারচার্জ এর ক্ষেত্রে নীট পরিসম্পদের পরিমাণ তিন কোটি টাকার পরিবর্তে পাঁচ কোটি টাকা পর্যন্ত শূন্য করার প্রস্তাব করেন।

চিটাগাং চেম্বার নেতৃবৃন্দ এবং বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা গণমুখী বাজেট প্রণয়নে বেশকিছু সুপারিশমালা তুলে ধরেন। তারা চট্টগ্রাম কাস্টমসের জনবল, ল্যাবরেটরির পরীক্ষক সংখ্যা বৃদ্ধি, সব শুল্ক স্টেশনে অভিন্ন শুল্কহার প্রচলন, বছরের বিভিন্ন সময় না করে নির্দিষ্ট সময় ও ডেস্কে অডিট করা, বন্দরে অপেক্ষমাণ ৭ হাজার কন্টেইনার দ্রুত নিলাম করা, রপ্তানি পণ্যের জন্য স্ক্যানার সংখ্যা বৃদ্ধি করার প্রস্তাব করেন।

এ সময় চট্টগ্রাম বন্দরের সদস্য (অর্থ) মো. কামরুল আমিন, রাজস্ব বোর্ডের সদস্য মো. আলমগীর হোসেন, সৈয়দ গোলাম কিবরীয়া ও মো. মাসুদ সাদিক, চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার মো. ফখরুল আলম, কর অঞ্চলের কমিশনার সৈয়দ মোহাম্মদ আবু দাউদ, বিজিএমইএ, বিকেএমইএ, শিপিং এজেন্ট এসোসিয়েশন, সিঅ্যান্ডএফ এজেন্ট এসোসিয়েশন, বিভিন্ন চেম্বারসহ বৃহত্তর চট্টগ্রামের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতা ও কর্পোরেট গ্রুপের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পরে এনবিআর চেয়ারম্যান মেট্রোপলিটন চেম্বার আয়োজিত প্রাক বাজেট আলোচনায় বক্তব্য রাখেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাজস্ব-আহরণ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ