পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ইজিবাইক দ্রুত নিবন্ধনের আওতায় নেয়া প্রয়োজন জানিয়ে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী স্থানীয় সরকার বিভাগকে তিন মাসের মধ্যে নিবন্ধন কার্যক্রম শুরুর অনুরোধ জানিয়েছেন। বৃহস্পতিবার (১১ মার্চ) বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল আয়োজিত ‘ইজিবাইকের ডিজাইন স্ট্যান্ডার্ডকরণ’ শীর্ষক ওয়েবিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ইজিবাইক বা তিন চাকার যানবাহনগুলোর মহাসড়কে চলাচল নিয়ন্ত্রণ করা আবশ্যক জানিয়ে তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন বলেন, ‘অফপিক আওয়ারে ইজিবাইক চার্জ করার উদ্যোগ নেয়া যেতে পারে। চার্জিং স্টেশন সহজলভ্য করা হবে। থ্রি-হুইলার কীভাবে ফোর হুইলে রূপান্তর করা যায় সেই গবেষণা প্রয়োজন।’ অটোরিকশা বা ইজিবাইক বা থ্রি-হুইলার নিয়ে একটি প্রতিবেদন আগামী এক মাসের মধ্যে প্রস্তুত করারও নির্দেশ দেন তিনি। সেমিনারে বক্তারা জানান, ইজিবাইকের স্ট্যান্ডার্ডকরণ দ্রুত করা হলে জীবনের নিরাপত্তা বাড়বে, কর্মসংস্থান বাড়বে এবং রাজস্ব আয়ও বাড়বে।
এসময় বুয়েটের অধ্যাপক ড. মো. ইহসান, অধ্যাপক ড. এ সালাম আকন্দ, অধ্যাপক ড. মো. জিয়াউর রহমান খান, অধ্যাপক ড. মো. আমান উদ্দিন ইজিবাইক সংক্রান্ত গবেষণা উপস্থাপন করেন। বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান জাকিয়া সুলতানার সভাপতিত্বে সেমিনারে বিদ্যুৎ বিভাগের সচিব মো. হাবিবুর রহমান ও পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসাইন সংযুক্ত থেকে বক্তব্য দেন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।