Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইজিবাইক দ্রুত নিবন্ধনের আওতায় আনতে হবে : তৌফিক-ই-ইলাহী

ইনকিলাব অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১১ মার্চ, ২০২১, ৭:২৮ পিএম

ইজিবাইক দ্রুত নিবন্ধনের আওতায় নেয়া প্রয়োজন জানিয়ে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী স্থানীয় সরকার বিভাগকে তিন মাসের মধ্যে নিবন্ধন কার্যক্রম শুরুর অনুরোধ জানিয়েছেন। বৃহস্পতিবার (১১ মার্চ) বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল আয়োজিত ‘ইজিবাইকের ডিজাইন স্ট্যান্ডার্ডকরণ’ শীর্ষক ওয়েবিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ইজিবাইক বা তিন চাকার যানবাহনগুলোর মহাসড়কে চলাচল নিয়ন্ত্রণ করা আবশ্যক জানিয়ে তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন বলেন, ‘অফপিক আওয়ারে ইজিবাইক চার্জ করার উদ্যোগ নেয়া যেতে পারে। চার্জিং স্টেশন সহজলভ্য করা হবে। থ্রি-হুইলার কীভাবে ফোর হুইলে রূপান্তর করা যায় সেই গবেষণা প্রয়োজন।’ অটোরিকশা বা ইজিবাইক বা থ্রি-হুইলার নিয়ে একটি প্রতিবেদন আগামী এক মাসের মধ্যে প্রস্তুত করারও নির্দেশ দেন তিনি। সেমিনারে বক্তারা জানান, ইজিবাইকের স্ট্যান্ডার্ডকরণ দ্রুত করা হলে জীবনের নিরাপত্তা বাড়বে, কর্মসংস্থান বাড়বে এবং রাজস্ব আয়ও বাড়বে।

এসময় বুয়েটের অধ্যাপক ড. মো. ইহসান, অধ্যাপক ড. এ সালাম আকন্দ, অধ্যাপক ড. মো. জিয়াউর রহমান খান, অধ্যাপক ড. মো. আমান উদ্দিন ইজিবাইক সংক্রান্ত গবেষণা উপস্থাপন করেন। বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান জাকিয়া সুলতানার সভাপতিত্বে সেমিনারে বিদ্যুৎ বিভাগের সচিব মো. হাবিবুর রহমান ও পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসাইন সংযুক্ত থেকে বক্তব্য দেন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।



 

Show all comments
  • আবুল এইচ ভূইয়া ১১ মার্চ, ২০২১, ৮:২৯ পিএম says : 0
    পৃথিবীর কোথাও উন্যত দেশে তিন চাকার গাড়ি চলেনা অনেক আগেই তা উঠিয়ে নিয়েছে শব্দ দুশন সহ বিভিন্ন কারনে। সরকারকে ভাবতে হবে আগামী চার পাচঁ বছর পর তিন চাকার কোন বাহন দেশে থাকবেনা। এর পরিবর্তে চার চাকার ছোট জানবাহন সহজ লভ্য করে বড় পরিবহন কোম্পানির হাতে দিলে চালকেরা চাকরি পাবে।
    Total Reply(0) Reply
  • ম নাছিরউদ্দীন শাহ ১১ মার্চ, ২০২১, ১১:২৮ পিএম says : 0
    বাংলাদেশের যান বাহনের শৃংখলা সৌন্দর্য জবাব দিহীতার কেও আছে? সিএনজি অটোরিকশা সর্বোচ্চ খরছ দৌদ্দ লক্ষ টাকা মালিক কতৃক খরছ হয়।এটি যন্ত্রপাতি ইন্জিন বডি সহ তিন বা চার লক্ষ হলেও বেশী বিশালাকার এই দূন্নীতির হিসাব কিতাব মালিক শ্রমিককল্যাণ সংঘটনের কি প্রতিক্রিয়া আছে?? অথচ এর থেকে কমদামে চার চাকার প্রাইভেট কার পাওয়া যাবে। কি বিচিত্র বাংলাদেশ ইজিবাইকের নিবন্ধন কিজন্যে বাংলাদেশ উন্নয়নশীল হচ্ছে বাংলাদেশের মাটিতে গাড়ি উদপাদন হচ্ছে সমস্ত টেক্সীর ড্রাইভার সিএনজি ড্রাইভার ডাটাবেজ করুন সহজ কিস্তি সহজ পদ্ধতিতে সরকারিভাবে ড্রাইভারদের গাড়ীর মালিক বানানোর যুগান্তকারী সিদ্ধান্ত নিন। বাংলাদেশের সৌন্দর্যের সিমা থাকবেনা। পরিকল্পনা মাষ্টার প্লানমাফিক কর্মসূচি নিয়ে এগিয়ে যান। একটি দেশের উন্নয়ন অগ্রগতির জন্যে যোগাযোগ ব‍্যবস্থারউন্নতি শৃংখলা জরুরী প্রয়োজন।দেশের এই আর্ত‍্যসামাজিক উন্নতিরজন্যে প্রয়োজন মহাপরিকল্পনা আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র গুরুত্বপূর্ণ মতামতের যদি রাষ্ট্রের পক্ষে সম্মান দিয়ে গ্রহণযোগ্য ব‍্যবস্থা নিতেন বাংলাদেশের জন্যে সম্মানও মর্যাদার হতো। ভবিষ্যতে বাংলাদেশ উন্নত হবে উন্নয়নশীল হবে সাথে জাতি হিসাবে আমাদের মন মানুষিকতার পরিবর্তনগুলো চুখে পড়ার মত করতে হবে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তৌফিক-ই-ইলাহী
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ