পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই)-এর আঞ্চলিক অধ্যায় জেসিএই ঢাকা কসমোপলিটান ২০২১ সালের মেম্বার মিট অনুষ্ঠিত হয়েছে। ঢাকার বনানী ক্লাবে অনুষ্ঠিত এই মেম্বার মিটে জেসিআই ঢাকা কসমোপলিটানের সদস্যরা অংশগ্রহণ করেন। বুধবার (১০ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেসিআই ঢাকা কসমোপলিটানের লোকাল প্রেসিডেন্ট সাইফ উদ্দোউলাহ, সাবেক লোকাল প্রেসিডেন্ট তানজিলা জামান, লোকাল এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আয়েশা সায়েদ ও জেসিআই বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট আবদুল্লাহ আল সাফি সহ চ্যাপ্টারটির সদস্যরা ।
জেসিআই ঢাকা কসমোপলিটানের লোকাল প্রেসিডেন্ট সাইফ উদ্দোউলাহ জানান, প্রতি বছর এরকম একটি আয়োজন করা হয়ে থাকে সদস্যদের নিয়ে। এই অনুষ্ঠানে জেসিআই ঢাকা কসমোপলিটানের নতুন এবং পুরাতন সদস্যরা উপস্থিত ছিলেন। আয়োজিত অনুষ্ঠানে সদস্যরা একে ওপরের সাথে পরিচিত হন এবং একসঙ্গে সমাজ উন্নয়নে কাজ করার পরিকল্পনা করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।