Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইউনাইটেড হসপিটালে ২৪ ঘণ্টা প্রাইভেট ডায়ালাইসিস সুবিধা

প্রকাশের সময় : ৪ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : ইউনাইটেড হসপিটালের ১০ বছর পূর্তি উপলক্ষে ইউনাইটেড হসপিটাল চালু করলো ২৪ ঘণ্টা প্রাইভেট ডায়ালাইসিস সুবিধা। এখন থেকে যে কেউ ইউনাইটেড হসপিটালে কেবিনের ব্যক্তিগত স্বাচ্ছন্দ্যে, নিরাপত্তা ও প্রাইভেসির সুবিধায় ডায়ালাইসিসের সুযোগ নিতে পারেন। দিনে-রাতে ২৪ ঘণ্টা বিশেষভাবে প্রশিক্ষিত, অভিজ্ঞ চিকিৎসক, নার্স ও টেকনিশিয়ানের সমন্বয়ে এখানে ডায়ালাইসিস চিকিৎসা দেয়া হয়। এছাড়া যে কোনো প্রয়োজনে ইউনাইটেড হসপিটালের দেশবরেণ্য কিডনি রোগ বিশেষজ্ঞের সহায়তা তো রয়েছেই। হেমোডায়ালাইসিস রোগীদের কোনো কারণে ইনফেকশন হলে রক্তে সংক্রমণ হয়ে সেপসিসের ঝুঁকি থাকে যা প্রাণঘাতী হতে পারে। ইউনাইটেড হসপিটালে সতর্ক নজরদারির মাধ্যমে ইনফেকশন কন্ট্রোল প্রটোকল মেনে চলা হয় ফলে সংক্রামণের ঝুঁকি নেই। এছাড়া অনেক সময় হেমোডায়ালাইসিস চিকিৎসা নিতে আসা রোগীদের অন্যান্য রোগ জটিলতা থাকে ফলে রোগীর অন্য কোন মারাত্মক অবস্থার মুখোমুখি হতে পারে, যেমন হার্ট ফেইলিওর বা হার্ট অ্যাটাক ইত্যাদি। ইউনাইটেড হসপিটালে ডায়ালাইসিস সেন্টারে হাতের কাছেই ডিফিব্রিলেটর মেশিন তৈরি থাকে যাতে রোগীকে একেবারে খারাপ অবস্থা থেকে দ্রæত ফিরিয়ে আনার চেষ্টা করা যায়। এছাড়া প্রয়োজনে রোগীকে ডায়ালাইসিস সেন্টার থেকে হাসপাতালের পরিচর্যা কেন্দ্র বা আইসিইউতেও স্থানান্তরিত করা সম্ভব। এছাড়া হেমোডায়ালাইসিস রোগীদের প্রায়শই বিভিন্ন রক্ত পরীক্ষা করতে হয়, ইউনাইটেড হসপিটালের ডায়ালাইসিস সেন্টারের ঠিক পাশেই ল্যাবরেটরি থাকায়, ডায়ালাইসিসের শুরুতে রক্তের স্যা¤পল দিয়ে ডায়ালাইসিস শেষ হতে না হতেই রক্তের রিপোর্ট পাওয়া যায়। এছাড়া ইউনাইটেড হসপিটালে রিভার্স অসমোসিস প্ল্যান্টের মাধ্যমে সার্বক্ষণিকভাবে পরিশোধিত পানি সরবরাহ করা হয় এবং সুনিয়ন্ত্রিতভাবে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা হয়। যা ডায়ালাইসিস সেন্টারের জন্যে খুবই গুরুত্বপূর্ণ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইউনাইটেড হসপিটালে ২৪ ঘণ্টা প্রাইভেট ডায়ালাইসিস সুবিধা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ