পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
অর্থনৈতিক রিপোর্টার : রিয়েল এস্টেট এ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) কর্তৃক প্রতিষ্ঠিত রিহ্যাব ট্রেনিং ইনস্টিটিউট এর উদ্যোগে জঙ্গিবাদবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল পশ্চিম পান্থপথে রিহ্যাব ট্রেনিং ইনস্টিটিউট কার্যালয়ে “সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে, রুখে দাঁড়াও বাংলাদেশ” শীর্ষক এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রিহ্যাব প্রেসিডেন্ট আলমগীর শামসুল আলামিন। নিজ নিজ অবস্থান থেকে জঙ্গিবাদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহŸান জানান তিনি। একই সাথে শিক্ষক-অভিভাবকদের সতর্ক হওয়ার পরামর্শ দেন রিহ্যাব প্রেসিডেন্ট।
আলোচনা সভা পরিচালনা করেন রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) প্রকৌশলী মোহাম্মদ সোহেল রানা। স্বাগত বক্তব্য দেন রিহ্যাব ট্রেনিং ইনস্টিটিউট এর প্রিন্সিপাল মোঃ আমিনুল ইসলাম। সভায় ছাত্র-শিক্ষক-অভিভাবক, কমিউনিটি নেতা, মসজিদের ইমামসহ বিভিন্ন শ্রেণি পেশার নাগরিক জঙ্গিবাদের বিরুদ্ধে তাদের অবস্থান তুলে ধরেন।
বাংলাদেশ স্থপতি ইন্সটিটিউটের অভিষেক
বাংলাদেশ স্থপতি ইন্সটিটিউট (আইএবি)-এর সদস্যদের অভিষেক অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার রাজধানীর আইএবি সেন্টারে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রখ্যাত লেখক ও শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবাল। অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন আইএবি’র প্রেসিডেন্ট স্থপতি আবু সাইদ এম আহমেদ, আহŸায়ক কমিটির সদস্য স্থপতি কাজী গোলাম নাসির, অটোমোশন মেম্বারশিপ কমিটির আহŸায়ক ও ন্যাশনাল এ্যাফেয়ার্স-এর ভাইস প্রেসিডেন্ট স্থপতি জালাল আহমেদ, ইডুকেশন স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান প্রফেসর হারুন অর রশিদ, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিসেস রুপালী চৌধুরী ও সাধারণ সম্পাদক কাজী এম আরিফ প্রমুখ। অনুষ্ঠানে আইএবি’র সদস্যদের মাঝে সার্টিফিকেট প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তারা পরিকল্পিত সুন্দর নগরী গড়ার ক্ষেত্রে স্থপতিদের করণীয় বিষয়ে আলোচনা করেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, অপরিকল্পিত নগরায়নের ফলে আমাদের নানা প্রতিকূলতার সম্মুখীন হতে হচ্ছে। তাছাড়া ভূমিকম্প বর্তমানে এক আতংকের নাম হয়ে দাঁড়িয়েছে। পরিকল্পিত নগরী, যানজটমুক্ত রাস্তা, ভ‚মিকম্প সহনশীল বাড়ি গড়ার ক্ষেত্রে স্থপতিদের গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখতে হবে।
অংশীদারী সহযোগী বার্জার পেইন্টস বাংলাদেশ লিঃ কে সাথে নিয়ে ওঅই ওহফঁপঃরড়হ ঈবৎবসড়হু ২০১৬ অনুষ্ঠানে প্রায় ছয় শত স্থপতি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভিসিবৃন্দ, উচ্চ পদস্থ কর্মকর্তা ও শিক্ষাবিদ, অন্যান্য আমন্ত্রিত অতিথি এবং প্রেস ও মিডিয়ার সাংবাদিকবৃন্দ যোগদান করেন। -প্রেস বিজ্ঞপ্তি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।