পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
“করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব” এ প্রতিপাদ্য নিয়ে গতকাল সারাদেশে নানা আয়োজনের মধ্য দিয়ে আর্ন্তজাতিক নারী দিবস পালিত হয়েছে। দেশের বিভিন্ন্ স্থান থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো তথ্যে প্রতিবেদন:
রাজশাহী ব্যুরো জানায় : রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেছেন, দেশের প্রায় অর্ধেক জনগোষ্ঠী নারী। তাদের ঘরে বসে রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়। এটি অনুধাবন করেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর ক্ষমতায়ন করেছেন। নারীরা এখন ট্রেন চালাচ্ছে, সরকারের সচিব হচ্ছে, ডিসি, ইউএনও হয়েছে, পুলিশ, র্যাব, বিজিবিসহ সব ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বেড়েছে। পুরুষদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন নারীরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের কারণেই বাংলাদেশে আজ নারীদের জয়জয়কার।
আন্তর্জাতিক নারী দিবস-উদযাপন উপলক্ষ্যে গতকাল দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রাজশাহী জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন মেয়র।
খুলনা ব্যুরো জানায় : খুলনায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে গতকাল সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।
শ্রীপুর (গাজীপুর) উপজেলা সংবাদদাতা জানান : আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে গাজীপুরের শ্রীপুরে কর্মহীন নারীদের মাঝে ৩০টি সেলাই মেশিন ও টেউটিনসহ ঘর নির্মাণের বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।
সোমবার বিকেলে শ্রীপুর পৌরশহরের এমপি ভবনের মাঠে আয়োজিত আলোচনা সভা শেষে মুজিববর্ষের অঙ্গীকার নারীর হোক কর্মসংস্থান স্লোগানে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ কেন্দ্রীয় কৃষকলীগের মহিলা বিষয়ক সম্পাদক এবং অর্থ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য অধ্যাপিকা রুমানা আলী টুসি কর্মহীন নারীদের মাঝে উপকরণ বিতরণ করেন।
সুনামগঞ্জ জেলা সংবাদদাতা জানান : সুনামগঞ্জে স্থানীয় সরকার বিভাগ (এলজিইডি)’র হিলিপ প্রকল্পের উদ্যোগে আলোচনা সভায় ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় হিলিপের কার্যালয় থেকে এক র্যালি বের হয়ে কার্যালয়ের এলাকা প্রদক্ষিণ করে এলজিইডির মিলনায়তনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
হিলিপের জেলা সমন্বয়কারি মোহাম্মদ মিজানুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. মাহবুবুল আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, এলজিইডির সহকারি প্রকৌশলী মো. আরিফুল ইসলাম।
বিশ্বনাথ (সিলেট) উপজেলা সংবাদদাত জানানা : সিলেটের বিশ্বনাথে নানা আয়োজনে আর্ন্তজাতিক নারী দিবস পালিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক বর্ণালী পালের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এসএম নুনু মিয়া। বক্তব্যে তিনি বলেন, দেশের সার্বিক উন্নয়নের মূল চাবিকাটি এখন নারী, বাংলাদেশে নারীরা জাতীয় উন্নয়নের অগ্রযাত্রায় স্বমহিমায় উদ্ভাসিত। নারীদের সুযোগ ও সক্ষমতা বাড়াতে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেশ কিছু প্রদক্ষেপ নিয়েছেন। যা বাস্তবিক অর্থে নারীদের অগ্রযাত্রায় উল্লেখ্যযোগ্য ভুমিকা রাখবে।
কচুয়া (চাঁদপুর) উপজেলা সংবাদদাতা জানান : চাঁদপুরের কচুয়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও দীপায়ণ দাস শুভ’র সভাপতিত্বে প্রধান
মঠবাড়িয়া (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা জানান : পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে সোমবার আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এতে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেনি ও পেশার মানুষ অংশ নেয়।
দেবিদ্বার (কুমিল্লা) উপজেলা সংবাদাদতা জানান : আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কুমিল্লার দেবিদ্বারে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদের হল রুমে উপজেলা প্রশাসন, মহিলা বিষয় অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার যৌথ আয়োজনে নারী উন্নয়ন মেলা, আলোচনা সভা ও চিকিৎসা সেবা অনুষ্ঠিত হয়।
ইন্দরকানী (পিরোজপুর) সংবাদদাত জানান : ইন্দুরকানীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। সোমবার রুপান্তর ও নারী কল্যাণ সোসাইটি উদ্যোগে নারী কল্যাণ সোসাইটি কার্যালয়ে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নারী কল্যাল সোসাইটির চেয়ারপার্সন নাজমুন্নাহারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নূরে জান্নাত ফেরদৌসী।
ঈশ^রগঞ্জ (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা জানান : ময়মনসিংহের ঈশ^রগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এর আয়োজনে বিআরডিবি হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিক্তা বেগম, বাংলাদেশ মহিলা পরিষদ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মায়া রানী সরকার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহ আলম প্রমুখ।
কাপ্তাই (রাঙ্গামাটি) উপজেলা সংবাদদাতা জানান : খাদ্য মন্ত্রণালয় স¤প্রকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি বলেন, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন নারীদের নিয়ে যে স্বপ্ন দেখেছিলেন তা আজ বাস্তবায়িত হয়েছে, আজ সরকার প্রধান, বিরোধী দলের নেতা, এবং প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে নারীরা আসীন আছে। সোমবার দুপুর ১২ টায় কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের আয়োজনে হাসপাতালের অডিটোরিয়ামে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডাঃ প্রবীর খিয়াং এর সভাপতিত্বে এইসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী, সদস্য দীপ্তিময় তালুকদার, কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক, কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান, কাপ্তাই সার্কেলের সহকারী পুলিশ সুপার রওশন আরা রব ।
কেরানীগঞ্জ (ঢাকা) উপজেলা সংবাদদাতা জানান : দিবসটি পালন উপলক্ষে মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে র্যালী ও আলোচনাসভাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেব নাথের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ।
নওগাঁ জেলা সংবাদদাতা জানান : উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরী’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ। আরো ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকার, থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার, মহিলা বিষয়ক কর্মকর্তা আমিনা খাতুন, আনসার ভিডিপি কর্মকর্তা সাহারা বানু, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মান্নান, নারী নেত্রী ইসফাত জেরিন মিনা,এনজিও কর্মী ভানু রানী প্রমূখ।
নাটোর জেলা সংবাদদাতা জানান : জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজের এর সভাপতিত্বে অনুষ্ঠানে এ সময় অনান্যোর মধ্যে বক্তব্য রাখেন; নাটোর নওগাঁ সংরক্ষিত আসনের সংসদ সদস্য রত্না আহম্মেদ, জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. সাজেদুর রহমান খান, অতিরিক্ত পুলিশ সুপার জুবায়ের তারেকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
শেরপুর জেলা সংবাদদাতা জানান : সকালে শেরপুর প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচির মধ্যদিয়ে আয়োজন শুরু হয়। এ সময় বাংলাদেশ মহিলা পরিষদ শেরপুর জেলার সভাপতি জয়শ্রী নাগ লক্ষীর সভাপতিত্বে ও আবৃত্তিকার শ্যমলী মালাকারের সঞ্চালনায় বক্তব্য প্রদান করেন, জনউদ্যোগ শেরপুরের আহবায়ক আবুল কালাম আজাদ, প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান, অধ্যাপক শিব শঙ্কর কারুয়া, শেরপুর আইইডি’র সমন্বয়কারী মানিক পাল, শেরপুর জেলা মহিলা পরিষদের আহবায়ক লুতফুল নাহার, আদিবাসী নেতা সুমন্ত বর্মন, নারীনেত্রী আইরিন পারভীন, সমাজসেবী প্রতিভা নন্দী তিথি, প্রেসক্লাবের সহ সভাপতি শহিদুল ইসলাম প্রমুখ।
তিতাস (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা জানান : তিতাস উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা পরিষদ হলরুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত আলোচনা সভায় নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মোছাম্মৎ রাশেদা আক্তার এর সভাপতিত্বে এবং প্রাণী সম্পাদ কর্মকর্তা ডাক্তার আব্দুল মান্নান মিয়ার সঞ্চালনায় অতিথি আসনে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন,সহকারী কমিশনার(ভূমি) রুবাইয়া খানম,শিক্ষা কর্মকর্তা মো. শরিফ রফিকুল ইসলাম প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।