Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মেয়ের চিকিৎসার জন্য ঢাকা এসে লাশ হলেন মা

গুলিস্তানে দুই বাসের প্রতিযোগিতা

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ মার্চ, ২০২১, ১২:০০ এএম

মেয়ে সুমাইয়ার চিকিৎসার জন্য মুন্সিগঞ্জ থেকে ঢাকায় আসেন পারভীন বেগম (৪০)। কিন্তু চিকিৎসা শেষে আর বাড়ি ফেরা হলো না তার। দুই বাস চালকের প্রতিযোগিতায় দুই পাশ থেকে দুটি বাস চাপা দিলে ঘটনাস্থরেই মৃত্যু হয় পারভীন বেগমের। গতকাল রোববার দুপুর সোয়া একটার দিকে গুলিস্তান গোলাপ শাহ মাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বাস দুটি জব্দ করা হয়েছে। চালক দু’জনই পলাতক।

নিহতের মেয়ে সুমাইয়া বলেন, আমাদের বাড়ী মুন্সিগঞ্জে। আমি অসুস্থ। ডাক্তার দেখাতে মায়ের সঙ্গে রোববার সকালে মুন্সিগঞ্জ থেকে সোহরাওয়ার্দী হাসপাতালে গিয়েছিলাম। ফেরার পথে গোলাপ শাহ মাজারের সামনে আমি আর মা রাস্তা পার হচ্ছিলাম। এসময় দুই পাশ থেকে দুটি বাস মাকে চাপা দেয়। ঘটনাস্থলেই মা মারা যান। বাস চালকরা কার আগে কে যাবে তার প্রতিযোগিতা করছিলো। ডাক্তার দেখাতে না এলে আজ আমার মাকে হারাতাম না।
প্রত্যক্ষদর্শী রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবী হিমু বলেন, কে কার আগে যাবে তা নিয়ে পরিবহনগুলো সবসময় প্রতিযোগিতা করে। চোখের সামনে আজ একজন নারী নিহত হলেন। দুপুরে আমরাই তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে আসি। গাড়ি দুটিকে আমরা পুলিশে দিয়েছি। বাস দুটি হলো এন মল্লিক পরিবহন, ঢাকা মেট্রো ব-১১-৬৪৮১ এবং ভাগ্যকূল পরিবহন লিমিটেডের আরাম, ঢাকা মেট্রো ব-১৪-৭৪৭১। নিহতের স্বামী আব্দুল বাসেত জানান, দুই বাস চালকের প্রতিযোগিতার কারনে আজ আমার স্ত্রীর নির্মমভাবে মৃত্যু হয়েছে। এখন আমার সংসার কিভাবে চলবে আমি কিছুই বুঝে উঠতে পারছি না। আমার গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানার রাজদিয়া গ্রামে। নিহত দুই মেয়ের জননী ছিলেন। শাহবাগ থানার এসআই মইন উদ্দিন বলেন, বাস দুটি আটক রয়েছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে। চালক দুজন এবং দু’টি বাসের হেলপার পলাতক রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দুই-বাসের-প্রতিযোগিতা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ