Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘শহীদ যায়ান চৌধুরী মাঠ’ উদ্বোধন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৭ মার্চ, ২০২১, ১২:০১ এএম

শ্রীলঙ্কার কলম্বোয় সিরিজ বোমা হামলায় নিহত যায়ান চৌধুরীর (৮) স্মরণে রাজধানীর বনানীতে একটি খেলার মাঠের উদ্বোধন করা হয়েছে। যায়ান আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিমের নাতি। গতকাল শনিবার মাঠটির উদ্বোধন করে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

এ সময় উত্তর সিটির মেয়র মো. আতিকুল ইসলাম জানান, প্রায় পাঁচ কোটি ৭৬ লাখ টাকা ব্যয়ে খেলার মাঠটি নির্মাণ করা হয়েছে। সমাজের সব শ্রেণির শিশুরা এই মাঠে খেলতে আসতে পারবে। কোনও বৈষম্য থাকবে না। প্রতিবন্ধী শিশুসহ সবার ব্যবহারের উপযোগী টয়লেট ব্যবস্থাপনা নিশ্চিত করা হয়েছে এখানে। শিশুদের বিকাশের বিষয়টি লক্ষ্য রেখে ঢাকার দখল হওয়া সব জায়গা উদ্ধার করে এ ধরনের মাঠ নির্মাণ কার্যক্রম অব্যাহত থাকবে।
‘শহীদ যায়ান চৌধুরী মাঠ’ এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন শেখ ফজলুল করিম সেলিম, মেয়র মো. আতিকুল ইসলাম, মতিনুল হক চৌধুরী, কেন্দ্রীয় যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস্ পরশ, ব্যারিস্টার শেখ ফজলে ফাহিম, যায়ানের চাচাতো ভাই সৈয়দ তানজিল আহমেদ প্রমুখ। এর আগে মাঠ উদ্বোধনে আগে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন যায়ানের পরিবারের সদস্যরা।
প্রসঙ্গত, শেখ সেলিমের নাতি যায়ান চৌধুরীর পৈতৃক বাড়ি সুনামগঞ্জে। দিরাই উপজেলার ভাটিপাড়ার জমিদার বাড়ির সন্তান সে। যায়ানের বাবা মশিউল হক চৌধুরী প্রিন্স ভাটিপাড়ার জমিদার মতিনুল হক চৌধুরী ওরফে এমএইচ চৌধুরীর ছেলে। ২০১৯ সালে শ্রীলঙ্কার কলম্বোয় সিরিজ বোমা হামলায় নিহত হয় যায়ান। আর গুরুতর আহত হন যায়ানের বাবা মশিউল হক চৌধুরী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ‘শহীদ যায়ান চৌধুরী মাঠ’ উদ্বোধন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ