পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) একমাত্র ছাত্রীহল বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের নতুন প্রভোস্ট ও হাউজ টিউটর নিয়োগ দেয়া হয়েছে। এতে অণুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শামীমা বেগমকে প্রভোস্ট ও আধুনিক ভাষা ইনিস্টিউটের সহযোগী অধ্যাপক ড. প্রতিভা রাণী কর্মকারকে হাউজ টিউটর (আবাসিক শিক্ষক) হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। দুজনেই আগামী দুই বছরের জন্য স্ব স্ব পদে দায়িত্ব পালন করবেন।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান সাক্ষরিত পৃথক দুই অফিস আদেশে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় অণুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শামীমা বেগমকে দুই বছরের জন্য বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট হিসেবে নিযুক্ত করা হলো। আধুনিক ভাষা ইনিস্টিউটের সহযোগী অধ্যাপক ড. প্রতিভা রাণী কর্মকারকে দুই বছরের জন্য হাইজ টিউটর (আবাসিক শিক্ষক) হিসেবে নিয়োগ দেয়া হলো।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।