Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিমানবাহিনী প্রধান শ্রীলংকা সফরে

আইএসপিআর | প্রকাশের সময় : ৪ মার্চ, ২০২১, ১২:০০ এএম

বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত সস্ত্রীক এবং দুইজন সফরসঙ্গীসহ বুধবার ৬ দিনের এক সরকারী সফরে শ্রীলংকার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। শ্রীলঙ্কা বিমানবাহিনীর ৭০ বছর পূর্তি উপলক্ষে কমান্ডার অব শ্রীলংকা এয়ার ফোর্সের আমন্ত্রণে তার এ সফর।
শ্রীলঙ্কা বিমানবাহিনীর ৭০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন তিনি। সফরের অংশ হিসেবে তিনি শ্রীলঙ্কা বিমানবাহিনী ঘাঁটিতে অনুষ্ঠেয় পতাকা প্রদান অনুষ্ঠানে অংশ নেবেন। এতে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবে রাজাপাকসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটি শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে উপহার দেবেন বিমানবাহিনী প্রধান। আগামী ৮ মার্চ তিনি দেশে ফিরবেন। -আইএসপিআর



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শ্রীলংকা-সফর
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ