Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শাস্তি পেতে প্রস্তুত মীর কাসেম -মায়া

প্রকাশের সময় : ৩ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতা মীর কাসেম আলীর বিষয়ে সর্বোচ্চ আদালত যে রায় দিয়েছেন তার ওপর কারও কোনও কথা নেই বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম। তিনি বলেন, শাস্তি পাওয়ার জন্য মীর কাসেম প্রস্তুত।
গতকাল সকালে সুনামগঞ্জ জেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা পাঁচ বছর মেয়াদী (২০১৬-২০২০) পরিকল্পনার খসড়া প্রণয়নের লক্ষ্যে সুনামগঞ্জে এ মতবিনিময় কর্মশালার আয়োজন করা হয়।
মন্ত্রী বলেন, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। যে অপরাধী তাকে শাস্তি ভোগ করতে হবে। শাস্তি পাওয়ার জন্য তিনি (মীর কাসেম) তৈরি হয়েই আছেন।
যেকোনও দুর্যোগ দক্ষতার সঙ্গে মোকাবেলা প্রত্যয় ব্যক্ত করে মায়া বলেন, ওয়ার্কশপের মাধ্যমে তৃণমূলের মতামত নিয়ে আগামী ৫ বছরের কর্মপরিকল্পনা নেয়া হবে। দেশে খাদ্যের কোনও অভাব নেই। বজ্রপাত হলে ৪/৫ জন মানুষ মারা যাবে, কিন্তু সচেতন না হলে ভূমিকম্প হলে মারা যাবে লাখ লাখ লোক।
কর্মশালায় সুনামগঞ্জের বিভিন্ন দুর্যোগ ও প্রাকৃতিক সমস্যার কথা তুলে ধরেন সরকারি কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, জেলা প্রশসানেরর কর্মকর্তারা। এসময় তারা ভূমিকম্প, বজ্রপাত, আগাম বন্যা, পানিতে পড়ে শিশুমৃত্যুসহ, পাহাড়ি বালির আগ্রাসন, নদী খনন ইত্যাদি বিষয় মন্ত্রীকে অবহিত করেন।
কর্মশালায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ সদর আসনের সংসদ সদস্য পীর ফজলুল রহমান মিছবাহ, ছাতক দোয়ারা আসনের সংসদ সদস্য মুহিবুর রমান মানিক, সংরক্ষিত আসনের সংসদ সদস্য শামছুন নাহার বেগম শাহানা রব্বানী, দুর্যোগ ব্যববস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের সচিব শাহ কামাল, মহাপরিচালক রিয়াজ আহমেদ, ইউএনডিপির কান্ট্রি ডিরেক্টর (ইনচার্জ) নিক বেরেস ফোর্ড, মন্ত্রীর সহকারী ব্যক্তিগত সচিব আবু তাহের প্রমুখ।
এরপর বিকালে জেলার ছাতক উপজেলার জেউয়া বাজার কলেজ মাঠে ত্রাণ বিতরণ করেন মন্ত্রী। এসময় তিনি উপজেলার বন্যা ও টর্নেডো কবলিত ক্ষতিগ্রস্ত মানুষদের মাঝে ২০০ বান্ডিল ঢেউটিন, ৬ লাখ টাকা এবং দুস্থ ও অসহায়দের মাছে ১০০ মেট্রিক টন চাল বিতরণ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শাস্তি পেতে প্রস্তুত মীর কাসেম -মায়া
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ