Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দেশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে

প্রকাশের সময় : ৩ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

র‌্যাবের অস্থায়ী ক্যাম্প বসানো হবে : র‌্যাব ডিজি
স্টাফ রিপোর্টার : রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারির জঙ্গি হামলার ঘটনায় মানুষের মনে উদ্বেগ-উৎকণ্ঠা এখনো আছে। এসব মাথায় রেখেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এজন্য দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে র‌্যাবের অস্থায়ী ক্যাম্প বসানো হবে। গতকাল শুক্রবার সকালে কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে র‌্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ একথা বলেন।
র‌্যাব মহাপরিচালক আরো বলেন, আমাদের লক্ষ্য সার্বিকভাবে একটা নিরাপত্তার চাদর ছুড়ে দেয়া, যাতে করে উৎসবমুখর পরিবেশে, যাতে কোনো প্রকার উদ্বেগ-উৎকণ্ঠা ছাড়া এ দেশের সাধারণ মানুষ ঈদুল আজহা উদযাপন করতে পারেন।
তিনি বলেন, হলি আর্টিজানে হামলার পর এ পর্যন্ত ২৬ জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। যাদের মধ্যে কয়েকজন নারীও আছে। এছাড়া একটি মিডিয়া গ্রুপের কার্যক্রমের ওপর নজরদারি রাখা হচ্ছে। জঙ্গিদের ব্যাপারে মিডিয়াকে সতর্কতার সঙ্গে সংবাদ পরিবেশনের আহ্বান জানান তিনি। মিডিয়াতে এমন কোনো তথ্য প্রচার করা যাবেনা, যাতে জাতি বিভ্রান্ত হয়। জঙ্গিদের কোনো সুযোগ দেয়া যাবে না। জনগণের মধ্যে জঙ্গিবাদবিরোধী জনমত তৈরি হয়েছে।
বেনজীর আহমেদ বলেছেন, ঈদুল আজহা সামনে রেখে নিষিদ্ধঘোষিত সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি), আনসারুল্লাহ বাংলা টিম (এবিটি) ও হিযবুত তাহরীরকে নজরদারিতে রাখা হয়েছে।
ঈদে পশুর হাটে টাকা লেনদেনে ঝামেলা যেন না হয়, সেজন্য অস্থায়ী ক্যাম্প বসিয়ে নিরাপত্তা নিশ্চিত করা হবে। এছাড়া ঈদে ঘরমুখো মানুষের নিরাপত্তার জন্য টহল টিমের পাশাপাশি বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে নিরাপত্তা নিশ্চিত করা হবে। ঈদে র‌্যাবের ভেজালবিরোধী অভিযান অব্যাহত থাকবে। বাংলাদেশ থেকে চামড়া যেন পাচার না হয় সেদিকেও নজরদারি থাকবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দেশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ