Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পুরান ঢাকায় নিষিদ্ধ ওষুধ ও প্যাথেডিন বিক্রি

র‌্যাবের অভিযানে গ্রেফতার ১

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১ মার্চ, ২০২১, ১২:০০ এএম

পুরান ঢাকার বংশালের মিটফোর্ড রোডের আরাফাত মার্কেট এলাকা থেকে দেড় হাজার পিস বিক্রয় নিষিদ্ধ দেশি-বিদেশি ওষুধ ও প্যাথেডিনসহ আব্দুল করিম নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব।

গতকাল র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবীর সোয়েব বলেন, গত শনিবার রাতে র‌্যাব-১০ এর একটি বিশেষ অভিযান চালিয়ে দেড় হাজার পিস সরকারি বিক্রয় নিষিদ্ধ দেশি-বিদেশি ওষুধ ও প্যাথেডিনসহ তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে দুটি মোবাইল ফোন ও নগদ ১৯ হাজার তিনশ টাকা উদ্ধার করা হয়েছে।
গ্রেফতার ব্যক্তির বরাত দিয়ে র‌্যাব জানায়, তিনি একজন পেশাদার মাদক ব্যবসায়ীসহ ওষুধ কালোবাজারি ও বিদেশি ওষুধ চোরাচালানকারী চক্রের সক্রিয় সদস্য। দীর্ঘদিন ধরে বিক্রয় নিষিদ্ধ প্যাথেডিনসহ বিভিন্ন সরকারি ওষুধ কালোবাজারি ও বিদেশি ওষুধ চোরাচালানের মাধ্যমে ওষুধ সংগ্রহ করে ঢাকাসহ আশপাশের এলাকার বিভিন্ন দোকানে সরবরাহ করে আসছিলেন তিনি। গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে বংশাল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ও বিশেষ ক্ষমতা আইনে পৃথক দুটি মামলা করা হয়েছে বলেও জানান এএসপি এনায়েত কবীর সোয়েব।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্যাথেডিন বিক্রি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ