Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজধানীতে ভুয়া র‌্যাব গ্রেফতার

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০০ এএম

রাজধানীর চকবাজার এলাকা থেকে মো. ফরহাদ নামে এক ভুয়া র‌্যাবকে গ্রেফতার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে র‌্যাব তাকে গ্রেফতার করে।

র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবির শোয়েব জানান, গোপন সংবাদের ভিত্তিতে চকবাজার থানার মৌলভীবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি র‌্যাবের জ্যাকেট, একটি মোবাইল ফোন ও ১০ হাজার টাকা জব্দ করা হয়।

জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তিনি জানান, আসামি একজন ভুয়া র‌্যাব পরিচয়দানকারী। সে দীর্ঘদিন যাবত চকবাজারসহ পুরান ঢাকার বিভিন্ন এলাকায় র‌্যাবের মতো জ্যাকেট পরে ও র‌্যাব পরিচয়ে মোবাইল কোর্টের হুমকি দিয়ে বিভিন্ন কসমেটিক দোকানদারদের থেকে চাঁদা দাবি করে আসছিলেন। গতকাল তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভুয়া-র‌্যাব-গ্রেফতার
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ