Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘পিলখানা হত্যাকান্ড নিহত সেনাকর্মকর্তাদের জাতি মনে রাখবে’

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০৭ এএম

পিলখানা ট্রাজেডিতে নিহতদের রুহের মাগফিরাত কামনা করে জাতীয় পার্টি (কাজী জাফর) মহাসচিব আহসান হাবিব লিংকন বলেছেন, পিলখানা হত্যাকান্ড নিয়ে জনমনে কিছুটা বিভ্রান্তি আছে। দেশে গণতন্ত্র ও জনগণের ভোটের অধিকার নেই। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে হবে। পিলখানা হত্যাযজ্ঞের এক যুগ পূর্তিতে গতকাল বৃহস্পতিবার বনানী সেনা কবরস্থানে শহীদ সেনা অফিসারদের কবরস্থানে পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তিনি বলেন, পিলখানা হত্যাকান্ডে দেশের শ্রেষ্ট সন্তানদের হত্যা করা হয়েছে।
২০ দলীয় জোটের শরিক জাতীয় পার্টি (কাজী জাফর) মহাসচিব আহসান হাবিব লিংকনের নেতৃত্বে এসময় আরো উপস্থিত ছিলেন পার্টির কেন্দ্রীয় নেতা হান্নান আহমদ খান বাবলু, কাজী মো. নজরুল, মহসিন সরকার, গাজী ওমর ফারুক, গোলাম মোস্তফা, লোকমান পাটোয়ারি, আনোয়ার হোসেন, নিজাম উদ্দীন সরকার প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ