Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিদেশি সিগারেটসহ গ্রেফতার ৫

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২২ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০০ এএম

রাজধানীর কদমতলী ও চকবাজার এলাকায় অভিযান চালিয়ে ৭২ হাজার ২০০ পিস বিদেশি সিগারেটসহ ৫ কালোবাজারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। গত শনিবার এদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো-আব্দুল বারেক (৩৭), আব্দুল খালেক (২৮), মিজান আবেদীন (৪৭), মো. আসাদুল ইসলাম (২৫) ও মো. মোক্তার হোসেন (৫৫)। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে। র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবির জানান, গত শুক্রবার বিকেল থেকে শনিবার পর্যন্ত র‌্যাব-১০ এর একটি দল রাজধানীর কদমতলী থানার দক্ষিণ দনিয়া, রায়েরবাগ ও চকবাজার থানার বেগম বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় ৭২ হাজার ২০০ পিস বিদেশি সিগারেটসহ ৫ কালোবাজারিকে গ্রেফতার করা হয়। পরে তাদের কাছ থেকে ছয়টি মোবাইল ও নগদ সাত লাখ ৮০ হাজার ৫৫০ টাকা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, গ্রেফতারকৃতরা পেশাদার সিগারেট কালোবাজারি চক্রের সদস্য। দীর্ঘদিন ধরে তারা বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট কালোবাজারি ও চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে আসছিল। এছাড়া মজুদ ও বিক্রি করে আসছিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিদেশি-সিগারেট

২২ ফেব্রুয়ারি, ২০২১
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ