পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
ইনকিলাব ডেস্ক : পবিত্র ঈদুল আযহা উপলক্ষে পাঁচ দিন বন্ধ থাকবে পুঁজিবাজার। সরকারী ছুটি তিনদিনের সাথে আরো দুইদিন সাপ্তাহিক ছুটি হওয়ায় মোট পাঁচ দিনের ছুটির কবলে পড়েছে শেয়ারবাজার।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, আগামী ১১ থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত সরকারি ছুটি। এর সাথে আগের দুইদিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি হওয়ায় মোট পাঁচদিন ছুটি কাটাতে পারবেন ডিএসই’র কর্মকর্তারা। এ হিসাবে ঈদে মোট ৫ দিনের ছুটির কবলে পুঁজিবাজার।
ঈদ উপলক্ষে সরকারি ছুটির সঙ্গে মিল রেখে ডিএসইর দাপ্তরিক কার্যক্রম পরিচালিত হওয়ায় ১৩ সেপ্টম্বর পর্যন্ত কার্যক্রম বন্ধ থাকবে। ১৪ সেপ্টেম্বর থেকে ডিএসই’র নিয়মিত কার্যক্রম চলবে। তবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) তাদের বন্ধের কথা এখনও জানায়নি। ডিএসইর সঙ্গে সঙ্গতি রেখে সিএসই’র কার্যক্রম একই সময় বন্ধ থাকবে বলে সিএসই’র একটি সূত্র এ তথ্য জানিয়েছে। Ñওয়েবসাইট
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।