Inqilab Logo

বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

‘পথশিশুরা যেন পথভ্রষ্ট না হয়’

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২১ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০০ এএম

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, পথশিশুরা যেন পথভ্রষ্ট না হয় সেজন্য সরকারের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার এমনকি সামাজিক-সাংস্কৃতিক সংগঠনকে এগিয়ে আসতে হবে। তাদের জীবনমান, লেখাপড়া থেকে সব ধরনের সহযোগিতা করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে হবে। মনে রাখতে হবে, তারাও সমাজের একটি অংশ। সরকার সেভাবেই পথশিশুদের গুরুত্ব দিয়ে নানা ধরনের কর্মকান্ড পরিচালনা করছে।


গতকাল রাজধানীর সেগুনবাগিচায় এক অনুষ্ঠান শেষে তিনি আরো বলেন, প্রতি বছরের মতো এবারও ২১ ফেব্রুয়ারি উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারসহ আশপাশের এলাকা সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। ২১ ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে নাশকতার আশঙ্কা নেই। আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থান আছে। তারপরও কেউ বিশৃঙ্খলা তৈরি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পথভ্রষ্ট
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ