পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
রাজধানীর ডেমরার সারুলিয়ার বক্সনগর এলাকায় রেদোয়ান নামে এক যুবক ছুরিকাঘাত করেছে শারমিন আক্তারকে (১৭)। গুরুতর আহত অবস্থায় তাকে ঢামেকে ভর্তি করা হয়েছে। গতকাল এ ঘটনা ঘটে। আহতের ভাই মো. শাহিন জানান, একই বাড়ির ভাড়াটিয়া রেদোয়ান বাসার পাশে জানালার সামনে মাদক নিচ্ছিল। সে শারমিনকে জানালা বন্ধ করে দিতে বলে। কাউকে জানাতে নিষেধ করে। কিন্তু শারমিন জানালা বন্ধ না করায় সে ক্ষিপ্ত হয়ে তার রুমে গিয়ে পেটে ছুরিকাঘাত করে। তিনি জানান, শারমিন স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করেন। গতকাল একুশে ফেব্রুয়ারি বন্ধ থাকায় সে বাসায় ছিল। আমরা কাজে ছিলাম।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, শারমিন জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। বিস্তারিত জানার চেষ্টা চলছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।