Inqilab Logo

শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ছে

ইসলামী আন্দোলন বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২০ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০৪ এএম

ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, দুর্নীতি, লুটপাট ও দুঃশাসনে সাধারণ জনগণ আজ জিম্মিদশায় জীবন-যাপন করছে। গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় মানুষের ভোটের অধিকার নেই। রমজান আসার আগেই নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম দেদারসে বাড়ছে। অবিলম্বে বাজার নিয়ন্ত্রণের মাধ্যমে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ করতে হবে। মহাসচিব বলেন, নবী (সা.) আদর্শ বাস্তবায়ন করতে পারলেই দুনিয়া আখেরাতে শান্তি লাভ সম্ভব। আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যেই দলীয় নেতা-কর্মীদের কাজ করতে হবে।

ইসলামী আন্দোলন দক্ষিণ কেরাণীগঞ্জ থানা শাখার দ্বি-বার্ষিক নির্বাচন উপলক্ষে গতকাল শুক্রবার চুনকুটিয়া রাজ কমিউনিটি সেন্টারে আলহাজ সুলতান আহমদ খানের সভাপতিত্বে সংগঠনের মজলিসে শূরার অধিবেশনে প্রধান অতিথি বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ এসব কথা বলেন।

ইসলামী আন্দোলনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়। অধিবেশনে সর্বসম্মতিক্রমে দলীয় মহাসচিব ২০২১-২০২২ সনের জন্য আলহাজ সুলতান আহমদ খানকে সভাপতি , কায়েস উদ্দিনকে সহসভাপতি এবং মুফতি আলমগীরকে সেক্রেটারি হিসেব ঘোষণা করেন। তিনি নির্বাচিতদের শপথ পাঠ করান। বাকি সদস্যদের তালিকা শিগগিরই প্রকাশ করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিত্যপ্রয়োজনীয়-দ্রব্য
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ