Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্টেট ডিপার্টমেন্টে চালু হলো বাংলা ওয়েবসাইট

কূটনীতিক সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ ফেব্রুয়ারি, ২০২১, ১২:৫৬ পিএম

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি বিশ্বব্যাপী তুলে ধরতে শেয়ার আমেরিকা নামে একটি স্বতন্ত্র বাংলা ওয়েবসাইট চালু করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে বৃহস্পতিবার সকাল ১১ টায় ভার্চ্যুয়াল অনুষ্ঠানের মাধ্যমে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার এই ওয়েবসাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

আমেরিকার বিষয়ে অনুষ্ঠানে বলা হয়, এটি ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেট- এর একটি ওয়েব মাধ্যম। এখানে যুক্তরাষ্ট্র বিষয়ক চিত্তাকর্ষক বিভিন্ন নিবন্ধ ও ছবি নিয়মিত প্রচার করা হয়, যার মাধ্যমে ধর্মীয় স্বাধীনতা, আইনের শাসন, অর্থনৈতিক সমৃদ্ধি, মানবিক মর্যাদা ও সার্বভৌমত্বের মতো গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আলোচনা ও বিতর্কের সূত্রপাত ঘটবে।

স্টেট ডিপার্টমেন্টের ব্যুরো অব গ্লোবাল পাবলিক অ্যাফেয়ারস এ ওয়েবসাইটের ব্যবস্থাপনায় রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্টেট ডিপার্টমেন্ট
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ