Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঢাকা সফর পেছালেন পাক পররাষ্ট্র সচিব হলো না এফওসি

প্রকাশের সময় : ১ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

কূটনৈতিক সংবাদদাতা

পাকিস্তানের সঙ্গে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক-এফওসি আবারও পিছিয়েছে। ওই বৈঠকে নেতৃত্ব দিতে দেশটির পররাষ্ট্র সচিব আইজাজ আহমেদ চৌধুরীর আজ ঢাকায় আসার কথা ছিল। গত মঙ্গলবার রাতে ইসলামাবাদের পক্ষ থেকে সফরটি স্থগিত করার হয়। ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ একটি সূত্রও বিষয়টি নিশ্চিত করেছে। এই নিয়ে গত আট মাসে চারবার পাকিস্তান প্রতিনিধি দলের ঢাকা সফরের তারিখ পরিবর্তন হলো।
কূটনৈতিক সম্পর্ক বিশ্লেষকদের ধারণা, মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদ-াদেশপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলীর রিভিউ (রায় পুনর্বিবেচনা) খারিজ হবার পর এ নিয়ে অযথা বিতর্ক এড়াতেই পাকিস্তান এ ধরনের সিদ্ধান্ত নিয়ে থাকতে পারে। পাকিস্তানের সাথে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকের প্রস্তুতি উপলক্ষে গত মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয় এবং পাকিস্তানে বাংলাদেশের রাষ্ট্র্রদূত তারিক আহসান পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বলেন, বুধবার পাকিস্তানের পররাষ্ট্র সচিব আইজাজ আহমেদ চৌধুরী ঢাকায় আসবেন। পরে মঙ্গলবার রাতেই জানা যায়, পাকিস্তান জানিয়েছে বৃহস্পতিবার তারা এফওসি বৈঠকে অংশগ্রহণ করতে পারবে না এবং পরবর্তীতে কখন অংশগ্রহণ করবে তা পরে জানাবে।
উল্লেখ্য, ২০০২ সালে প্রথম বাংলাদেশ-পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক হয়। সর্বশেষ পঞ্চম বৈঠকটি হয় ইসলামাবাদে ২০১০ সালে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগের একজন কর্মকর্তা বলেন, আমরা প্রস্তুত ছিলাম। তবে হঠাৎ করেই ইসলামাবাদ এফওসি স্থগিত করার অনুরোধ জানিয়েছে। তবে কারণ স্পষ্ট করেননি তারা। দু’দেশের সুবিধাজনক সময়ে আবারও তারিখ নির্ধারণ করা হবে বলে জানান তিনি।
কূটনৈতিক সূত্রগুলো বলছে, বারবার যুদ্ধাপরাধের বিচারের নেতিবাচক প্রতিক্রিয়া জানিয়ে দু’দেশের সম্পর্ক এক ধরনের তিক্ততায় নিয়ে গেছে পাকিস্তান। বারবার তারিখ পেছানোর পর যখন আবার এফওসি’র চূড়ান্ত তারিখ ঠিক হলো, তখনই ঢাকায় আরেক যুদ্ধাপরাধীর ফাঁসির রায় ঘোষণা হয়েছে। হয়তো যেকোনো সময় কার্যকরও হবে। এমন অবস্থায় ঢাকায় এসে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে চাইছেন না পাক পররাষ্ট্রসচিব।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঢাকা সফর পেছালেন পাক পররাষ্ট্র সচিব হলো না এফওসি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ