Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শুরু হয়েছে স্বপ্ন আঁকো বর্ণমালায় উৎসব!

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৭ ফেব্রুয়ারি, ২০২১, ৪:৫৬ পিএম

গত বছরের মত এবারও দেশের অন্যতম সুপারশপ ‘স্বপ্নর সকল আউটলেটে শুরু হয়েছে "স্বপ্ন আঁকো বর্ণমালায়" ছবি আঁকার উৎসব। গত ১২ই ফেব্রুয়ারি থেকে মোট ১৫৭টি আউটলেটে শুরু হয়েছে এ উৎসব। এই আয়োজনে ৪-১০ বছর বয়সী সকল শিশু ২১ শে ফেব্রুয়ারি, ২০২১ তারিখ পর্যন্ত আউটলেট থেকে নির্দিষ্ট আর্ট পেপার সংগ্রহ করে এই আয়োজনে অংশগ্রহন করতে পারবে।

গতবার আউটলেটে বসে আঁকার সুযোগ ছিল, এবার শুধুমাত্র আউটলেট থেকে আর্ট পেপার নিয়ে বাসা থেকে এঁকে জমা দিলেই চলবে। আইডিসি ও জাস্ট ফর বেবির সৌজন্যে আয়োজিত

অংশগ্রহণকারীরা বাসায় এঁকে আর্ট পেপারটি আউটলেটে এসে ম্যানেজারকে নাম, ফোন নাম্বারসহ জমা দিতে হবে।

এ বিষয়ে স্বপ্ন'র নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির বলেন, মূলত ক্ষুদে শিল্পীদের জন্য এই আয়োজন। তাদের অনুপ্রেরণা, উৎসাহ দিতেই মূলত স্বপ্ন’র এই আয়োজন। আমরা চেষ্টা করবো সকল অংশগ্রহনকারীকে পুরষ্কার দিতে। আর আমরা চাই ভাষার মাস কাটুক রঙের সাথে! স্বপ্ন থাকুক রঙে রঙে!



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্বপ্ন

৩০ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ