পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
সাবেক নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খানের করা মানহানির মামলায় দৈনিক ইনকিলাব পত্রিকার সম্পাদক এ এম এম বাহাউদ্দীনসহ দুই জনকে জামিন দিয়েছেন আদালত। গতকাল ঢাকা মহানগর হাকিম মো. মাসুদ-উর-রাহমান জামিনের এ আদেশ দেন। মামলার অপর বিবাদী হলেন, কাদেরিয়া পাবলিকেশন্স এন্ড প্রোডাক্টস লিমিটেডের পরিচালক আব্দুল কাদের।
এর আগে বিবাদীরা আদালতে আত্মসমর্পন করলে তাদের আইনজীবী সৈয়দ আদাহম্মেদ গাজী জামিনের আবেদন করেন। এসময় ইনকিলাব সম্পাদক এ এম এম বাহাউদ্দীনের পক্ষে ২৫/৩০ জন আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন। জামিন শুনানীতে আদালতে আইনজীবীরা বলেন, মামলার বাদী শাজাহান খানের মেয়ে ঐশী খান ২০২০ সালের ২৬ জুলাই করোনার নেগেটিভ রিপোর্টের সনদ দেখিয়ে লন্ডনে যাওয়ার জন্য ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশনে যান। এসময় ইমিগ্রেশনের কর্মকর্তারা যাচাই করে দেখতে পায় মামলার বাদীর মেয়ের করোনা রিপোর্টের সনদ অনলাইন সার্ভারে পজেটিভ দেয়া আছে। তখন মামলার বাদীর মেয়েকে জানানো হয় তার দেওয়া করোনা রিপোর্টের সনদ সঠিক নয়। এ কারনে তাকে লন্ডন যেতে দেওয়া হবেনা। এ কারনে তখন বিমানবন্দর থেকে বাদীর মেয়ে ফেরত চলে যায়। পরে এ খবর দেশী-বিদেশী বিভিন্ন গনমাধ্যম প্রচার ও প্রকাশ করে। কিন্তু মামলার বাদী উদ্দেশ্যমূলকভাবে শুধু ইনকিলাব পত্রিকার সম্পাদকসহ দুই জনের বিরুদ্ধে মামলা করেছে। এছাড়া বাদী তার মামলার আরজির ১৪ নম্বর পৃষ্ঠায় উপরের ঘটনার সত্যতার কথা উল্লেখও করেছেন। তাই দরখাস্তকারীদের জামিনে মুক্তির আদেশ দিলে পলাতক হবেনা। জামিনের কোন শর্ত ভঙ্গ করিবেনা। শুনানী শেষে বিচারক জামিনে মুক্তির আদেশ দেন।
মামলায় অভিযোগ করা হয়েছে, অত্যন্ত দু:খ ও পরিতাপের বিষয় গত বছরের ২৮ জুলাই দৈনিক ইনকিলাব পত্রিকায় সম্পাদকীয় ক্যাপশনে “শাজাহান খানের মেয়ের করোনা সনদ জালিয়াতি” শিরোনামে মানহানিকর বক্তব্য পূর্ব পরিকল্পিতভাবে অসৎ উদ্দেশ্যে প্রচার ও প্রকাশ করেছে। মামলায় বলা হয়েছে, ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন এন্ড রেফারেন্স সেন্টার ভুল করে সনদ দেওয়ার কারনে অনাঙ্কাখিত ঘটনা ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশনে ঘটে। এ ঘটনায় ভুল স্বীকার করে ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন এন্ড রেফারেন্স সেন্টার দু:খ প্রকাশ করে। বিবাদীদের পক্ষে আদালতে আইনজীবীদের মধ্যে উপস্থিত ছিলেন-দুলাল মিত্র, মুনঞ্জুর আলম, মাহবুবুল হক, আশরাফ-উল-আলম, আনোয়ারুল কবীর বাবুল, তুহিন হাওলাদার, শাহ আজিজুর রহমান, বিথি প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।