Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শুল্ক গোয়েন্দা অফিসে স্বেচ্ছায় অবৈধ বিলাসবহুল গাড়ি জমা

প্রকাশের সময় : ১ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : রাজধানীসহ দেশব্যাপী শুল্ক ফাঁকি দিয়ে কেনা বিলাসবহুল গাড়িবিরোধী অভিযানের মধ্যে এবার স্বেচ্ছায় গাড়ি জমা দেয়ার ঘটনা ঘটেছে। বুধবার পরিত্যক্ত অবস্থায় শুল্ক গোয়েন্দারা একটি বিলাসবহুল মার্সিডিজ গাড়ি জব্দ করেছে। তবে এর আগেই মালিক মঙ্গলবার গভীর রাতে গাড়িটি শুল্ক গোয়েন্দা কাকরাইলের অফিস সংলগ্ন সড়কে ফেলে রেখে যান। শুল্ক গোয়েন্দা অধিদফতরের মহাপরিচালক মইনুল খান বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, গাড়ির ভেতর একটি খোলা চিঠি পাওয়া যায়। চিঠিতে লেখা আছে, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমার দখলে থাকা গাড়িটি শুল্ক গোয়েন্দা সদর দফতরে জমা প্রদান করছি। আমি এই গাড়িটি জমা দিয়ে দৃষ্টান্ত স্থাপন করতে চাই যাতে আমার মত অন্যরাও অনুরূপভাবে অবৈধ গাড়ি জমা প্রদান করেন।
গাড়িটি দুই দরজার লাল রঙের এসএলকে ২৩০ মডেলের মার্সিডিজ বেন্জ। গাড়ির ইঞ্জিন ক্যাপাসিটি ২৩০০ সিসি ও ২০০২ সালের তৈরি। ধারণা করা হচ্ছে, গাড়িটি কারনেটের আওতায় দেশে আনা হয়েছিল। শর্ত অনুযায়ী বিদেশে ফেরত নেয়ার কথা থাকলেও শর্ত ভঙ্গ করে কারনেটের সুবিধার অপব্যবহার করে দেশে চালানো হয়।
দেশব্যাপী অবৈধ গাড়ি আটক অভিযান পরিচালনায় সচেতনতা বৃদ্ধিতে এই গাড়ি স্বেচ্ছায় জমা দেয়া হয়েছে মর্মে অনুমান করা হচ্ছে। এর আগে সিলেটের শুল্ক গোয়েন্দার দফতরে একজন অবৈধ গাড়ি ব্যবহারকারী স্বেচ্ছায় একটি লেক্সাস গাড়ি জমা দিয়েছেন। এই নিয়ে শুল্ক গোয়েন্দা মোট ৩২টি অবৈধ গাড়ি আটক করলো। জব্দকৃত এই গাড়িটির শুল্কসহ মূল্য প্রায় ৩ কোটি টাকা বলে জানা গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শুল্ক গোয়েন্দা অফিসে স্বেচ্ছায় অবৈধ বিলাসবহুল গাড়ি জমা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ