পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
অর্থনৈতিক রিপোর্টার : টানা আট কার্যদিবস পতনের পর গতকাল বুধবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচকে বেড়েছে। তবে ২৩ শতাংশ আর্থিক লেনদেন কমেছে। বুধবার ডিএসই’র প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ২ দশমিক ৯২ পয়েন্ট বেড়ে ৪৫২৬ দশমিক ৫৮ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগে টানা ৮ কার্যদিবসের পতনে ৭১ দশমিক ৫৭ পয়েন্ট কমেছিল। ডিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইতে মূল্যসূচক বাড়লেও আর্থিক লেনদেন কমেছে। গতকাল ৪০৯ কোটি ৩৯ লাখ টাকার লেনদেন হয়েছে। মঙ্গলবার লেনদেন হয়েছিল ৫৩১ কোটি ১৩ লাখ টাকার। এ হিসাবে আর্থিক লেনদেন কমেছে ১২১ কোটি ৭৪ লাখ টাকার বা ২৩ শতাংশ।
ডিএসইতে ৩১১টি কোম্পানির শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে ১৩৩টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর বেড়েছে, ১১৫টি’র দর কমেছে ও ৬৩টি’র দর অপরিবর্তিত রয়েছে। টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজের শেয়ার। কোম্পানিটির ২৩ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা শাহজিবাজার পাওয়ারের ১৮ কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ১৬ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে স্কয়ার ফার্মা। লেনদেনে এরপর রয়েছে ন্যাশনাল টিউবস, ডেল্টা ব্র্যাক হাউজিং, আইপিডিসি, বিডিকম, বেক্সিমকো ফার্মা, এমজেএল বিডি ও ইসলামি ব্যাংক।
অন্যদিকে গতকাল সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমাণ ২২ কোটি ০৭ লাখ টাকার। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ২৪ কোটি ৬১ লাখ টাকার শেয়ার। সুতরাং সিএসইতে গত কার্যদিবসের চেয়ে শেয়ার লেনেদেন কমেছে ২ কোটি ৫৪ লাখ টাকার বেশি।
সিএসই’র প্রধান সূচক সিএসসিএক্স ১ দশমিক ৪১ পয়েন্ট কমে ৮ হাজার ৪৬২ পয়েন্টে, সিএএসপিআই সূচক ২ দশমিক ১১ পয়েন্ট কমে ১৩ হাজার ৯০০ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ০ দশমিক ৮২ পয়েন্ট কমে ১ হাজার ৩৪ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৫ দশমিক ১৮ পয়েন্ট কমে ১২ হাজার ৬৩২ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হওয়া ২৪৪টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৪৪টির, কমেছে ৯৯টির এবং কোনও পরিবর্তন হয়নি ৫১টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলোÑ অ্যাকমি ল্যাবরেটরিজ, বিএসআরএম লিমিটেড, শাহজিবাজার পাওয়ার, আইপিডিসি, ডোরিন পাওয়ার, ফার কেমিক্যাল, ব্র্যাক ব্যাংক, আইডিসিএল, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল এবং স্কয়ার ফার্মা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।