পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ন্যাশনাল ব্যাংক লিমিটেড ও সিকদার গ্রুপের চেয়ারম্যান শিল্পপতি, বীর মুক্তিযোদ্ধা জয়নুল হক সিকদারের লাশ দাফন সম্পন্ন হয়েছে। গতকাল রোববার বিকাল ৫ টায় জয়নুল হক সিকদারের নিজ হাতে গড়া প্রতিষ্ঠান ঢাকার রায়ের বাজারে অবস্থিত জেড. এইচ. সিকদার ওমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রাঙ্গণে তাকে দাফন করা হয়। এসময় পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, ন্যাশনাল ব্যাংকে কর্মরত কর্মকর্তা-কর্মচারি, সিকদার গ্রুপ অব কোম্পানিজ এর আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা-কর্মচারি, রাজনীতিবিদ, ব্যবসায়ীসহ নানা পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সকালে তার লাশ নিয়ে যাওয়া হয় গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ থানার মধুপুর গ্রামে। সেখান গার্ড অব অনার প্রদানের পর বীর মুক্তিযোদ্ধা জয়নুল হক সিকদারের জানাজা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন ইকবাল হোসেন অপু এমপি, পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, অ্যাডভোকেট পারভেজ রহমান মেয়র শরীয়তপুর, সৈয়দ আব্দুল আওয়াল শামীম, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, আওয়ামী লীগ, জেলা প্রশাসক মো. পারভেজ হাসান এবং জেলা পুলিশ সুপার।
এর আগে গত বুধবার স্থানীয় সময় দুপুর ১২টা ৩০ মিনিটে জয়নুল হক সিকদার দুবাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর। গত শুক্রবার বিকাল ৫টা ১০ মিনিটে একটি বিশেষ বিমানে করে জয়নুল হক সিকদারের লাশ দেশে নিয়ে আসা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।