Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ত্রুটিযুক্ত বাহনে পশু পরিবহন না করার নির্দেশ সেতুমন্ত্রীর

প্রকাশের সময় : ১ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : আসন্ন ঈদুল আজহা সামনে রেখে ত্রুটিযুক্ত যানবাহনে কোরবানির পশু পরিবহন না করার নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল বুধবার সচিবালয়ে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ নির্দেশনার কথা জানান। এতে মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ঈদে ঘরমুখো মানুষের যাতায়াতের জন্য ফিটনেসবিহীন ও ত্রুটিযুক্ত যানবাহন যেন রাস্তায় নামানো না হয়, সেজন্য পরিবহন মালিক ও প্রশাসনের প্রতি আহ্বান জানান মন্ত্রী। তিনি বলেন, ঈদের সময় যানজটের মূল কারণ ফিটনেসবিহীন ও ত্রুটিযুক্ত যানবাহন। ঈদের সময় অতিরিক্ত মুনাফার লোভে পরিবহন মালিকরা ত্রুটিযুক্ত গাড়ি রাস্তায় নামান। এবার সেটিকে শক্তভাবে প্রতিহত করা হবে।
ঈদে যানজট নিরসনে সরকারের নেয়া পদক্ষেপ তুলে ধরে মন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সারা দেশে এক হাজার রোভার স্কাউট সদস্য যানজটপ্রবণ এলাকাগুলোতে কাজ করবে। যাত্রী পরিবহনের জন্য বিআরটিসির ৪০০ বাস ছাড়া হবে। এ ছাড়া আরও ৮০টি বাস মজুদ রাখা হবে। জরুরি প্রয়োজনে এগুলো ব্যবহার করা হবে।
দুই দফায় বা দুই দিনে পোশাক শ্রমিকদের ছুটি দিতে পোশাক কারখানার মালিকদের প্রতি আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, এর ফলে একই দিনে সড়কের ওপর বেশি চাপ পড়বে না।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, রোজার ঈদের মতো ঈদুল আজহায় মানুষের চলাচল নির্বিঘœ করতে রাজধানীসহ আশপাশের এলাকায় রোভার স্কাউট সদস্যরা কাজ করবেন। পাশাপাশি তারা পশুর হাটেও দায়িত্ব পালন করবেন। তিনি বলেন, আমরা আবারও এক হাজার রোভার স্কাউট নিয়োগ দিতে চলেছি, বিভিন্ন পয়েন্টে। যেসব জায়গায় কোরবানির পশুর হাট বসবে তার আশপাশে আমরা রোভার স্কাউটদের ডিউটি রাখব। তারা পুলিশকে সহযোগিতা করবে।
সাংবাদিক সম্মেলনে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এমএএন ছিদ্দিকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ত্রুটিযুক্ত বাহনে পশু পরিবহন না করার নির্দেশ সেতুমন্ত্রীর
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ