Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উত্তরাঞ্চলের মানুষের ভাগ্যোন্নয়নে বিশেষ ভূমিকা দরকার

সাধারণ সভায় ডেপুটি স্পিকার

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০৩ এএম

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বি মিয়া বলেছেন, উত্তরাঞ্চলের মানুষের ভাগ্যোন্নয়নে সরকারকে বিশেষ ভূমিকা রাখতে হবে। উত্তরাঞ্চলে উৎপাদিত খাদ্য পণ্য সারা দেশের মানুষের খাদ্য চাহিদা পূরণে বিরাট ভূমিকা রাখে।
গতকাল শুক্রবার রাজধানীর পল্টন টাওয়ারে রংপুর বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকার (আরডিজেএ) বার্ষিক সাধারণ সভায় (এজিএম) তিনি এসব কথা বলেন।
ডেপুটি স্পিকার উত্তরবঙ্গের মানুষের জীবনমান উন্নয়নে গাইবান্ধার বালাশি ঘাট হতে বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত রেল লাইন এবং নদীতে টানেল নির্মাণে রংপুর বিভাগ সাংবাদিক সমিতিকে আরও তৎপর হতে আহবান জানান।
রংপুর বিভাগ সাংবাদিক সমিতির সভাপতি মোকছুদার রহমান মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাবেক প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য মো. মশিউর রহমান রাঙ্গা সাধারণ সম্পাদক মিজানুর রহমান. একুশে পদক প্রাপ্ত ফটো সাংবাদিক পাভেল রহমানসহ সমিতির সিনিয়র নেতৃবৃন্দরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ