Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘খেতাব বিতর্ক অনভিপ্রেত’

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০৪ এএম

জাতীয় ও জনজীবনে নানামুখী সংকট নিরসনে মনযোগী না হয়ে মুক্তিযুদ্ধের খেতাব বিতর্ক অহেতুক অনভিপ্রেত বলে মন্তব্য করেছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক ও বাম গণতান্ত্রিক জোটের শীর্ষ নেতা খালেকুজ্জামান। গতকাল শুক্রবার এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

খালেকুজ্জামান বলেন, স্বাধীনতার ৫০ বছরেও মুক্তিযোদ্ধাদের আজও সঠিক তালিকা যেখানে প্রণয়ন করা যায়নি; মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা ও আকাঙ্খাকে যেখানে বাস্তবায়ন করা হয়নি বরং মুক্তিযুদ্ধের চেতনার বিপরীতে দেশ পরিচালনা করে দেশকে দুর্নীতি-দুঃশাসন-লুণ্ঠনের মৃগয়া ক্ষেত্রে পরিণত করা হয়েছে। তখন মূল সমস্যা বাদ দিয়ে খেতাব বিতর্ক অনভিপ্রেত। বিবৃতিতে তিনি জনজীবনের ও জাতীয় জীবনের সংকট নিরসনে মনযোগী হতে সরকারের প্রতি আহবান জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খেতাব-বিতর্ক

১৩ ফেব্রুয়ারি, ২০২১
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ