Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জিয়ার মুক্তিযোদ্ধা উপাধি বাতিল জামুকার এখতিয়ারভুক্ত

বিএনপিপন্থী আইনজীবীদের সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১২ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০৪ এএম

বিএনপি’র প্রতিষ্ঠাতা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মুক্তিযোদ্ধা খেতাব (বীর উত্তম) বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন বিএনপি আইনজীবীরা। সংগঠন ‘জাতীয়তাবাদী গতকাল বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট বারের শহীদ শফিউর রহমান অডিটরিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ প্রতিবাদ জানানো হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্ট বারের সম্পাদক ব্যারিস্টার রূহুল কুদ্দস কাজল। তিনি বলেন, একজন মুক্তিযদ্ধার বিরুদ্ধে এমন সিদ্ধান্ত গ্রহণ আইন বহির্ভূত। জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিল (জামুকা) র এই সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার নেই। এর আগে গত ৯ ফেব্রুয়ারি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানসহ বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি ও মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামি শরিফুল হক ডালিম, নূর চৌধুরী, রাশেদ চৌধুরী ও মোসলেহ উদ্দিন খানের মুক্তিযোদ্ধার খেতাব বাতিলের সিদ্ধান্ত নেয় জামুকা। একই সঙ্গে মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদান রাখায় স্মরণীয়-বরণীয় ব্যক্তিদের তালিকা থেকে খন্দকার মোশতাকের নামও কেটে দেয়া হয়। জামুকার ৭২তম সভায় এসব সিদ্ধান্ত হয়। সিদ্ধান্তগুলো সুপারিশ আকারে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে পাঠানো হয়।

ওইদিনই সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেন সাবেক মন্ত্রী, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও জামুকার সদস্য শাজাহান খান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মুক্তিযোদ্ধা-উপাধি-বাতিল
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ