Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো এখন লুটেরাদের আখড়া’

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১১ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০০ এএম

জাতীয় পার্টি (জাফর) মহাসচিব আহসান হাবিব লিংকন বলেছেন, দেশের রাজনৈতিক দল ও রাজনীতিবিদদের অনৈক্যের কারণে গণতন্ত্র এখন ধ্বংসের পথে। পাশাপাশি গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোও মুমূর্ষ অবস্থায় রয়েছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো লুটেরাদের আখড়ায় পরিণত হয়েছে। গতকাল বুধবার পুরানা পল্টনে জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয়ে পার্টির মহানগর শাখার বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন।


মহাসচিব লিংকন বলেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তিতে দেশ চলছে মিডনাইট ভোটে নির্বাচিত সরকারের অধীনে। অদক্ষ, অযোগ্য, দাম্ভিক, দুর্নীতিবাজ আমলাদের অধীনে এখন সৎ, যোগ্য ও দক্ষ আমলারা অসহায়। স্থানীয় সরকারের প্রতিষ্ঠানগুলোতেও আমলাদের দৌরাত্ম্যে জনপ্রতিনিধিরা কোনঠাসা। তিনি বলেন, আওয়ামী লীগের সৎ এবং দেশপ্রেমিক কর্মীরাও দুর্নীতিবাজ হাইব্রিড সিন্ডিকেটের কাছে অসহায়। পাশাপাশি বিরোধী দলের লাখ লাখ নেতাকর্মী গায়েবি মিথ্যা মামলায় আসামী হয়ে মানবেতর জীবন-যাপন করছে। দেশ চলছে আমলাদের শাসনে। রাজনীতির ময়দানে রাজনীতিবিদরা পরাজিত। যার কারণে আন্দোলনের মাধ্যমে এখনও দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তি মেলেনি। তিনি বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবী করে সকল গায়েবী মিথ্যা মামলা পপ্রত্যাহারের আহবান জানান।

হান্নান খান বাবুলের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন পার্টির ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম, আব্দুল বারেক, যুগ্ম মহাসচিব এএসএম শামীম, কাজী মো. নজরুল, মহসিন সরকার, গোলাম মোস্তফা গাজী ওমর ফারুক, আনোয়ার হোসেন, লোকমান হোসেন, রাশেদুল ইসলাম প্রমূখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লুটেরাদের-আখড়া
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ