Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইহুদি জুলুমবাজদের বিরুদ্ধে মুসলিম উম্মাহকে জাগতে হবে

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১১ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০০ এএম

জেরুজালেমে অবস্থিত বায়তুল মুকাদ্দাস মসজিদে গত সোমবার ইসরাইলি পুলিশি সহযোগীতায় মুসলমানদের ওপর ইহুদি বসতি স্থাপনকারীদের বর্বরোচিত হামলা ও মসজিদে তান্ডবলীলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম-মহাসচিব শায়খুল হাদিস মাওলানা ড. গোলাম মহিউদ্দিন ইকরাম। গতকাল বুধবার বাদ আসর জাতীয় প্রেস ক্লাবের সামনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরীর উদ্যোগে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নিন্দা ও প্রতিবাদ জানান।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি প্রিন্সিপাল মাওলানা বেলায়েত হোসাইন আল ফিরোজীর সভাপতিত্বে ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মাওলানা আতাউর রহমান খানের পরিচালনায়

মানববন্ধনে আরো বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা ওয়ালী উল্লাহ আরমান, মুফতি রেজাউল করিম,যুব জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মুফতি রেদওয়ানুল বারী সিরাজী, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক মুফতি আবু সাঈদ, জমিয়ত নেতা হাফেজ মাওলানা খাইরুল ইসলাম, মুফতি উবায়দুল্লাহ, ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি সুহাইল আহমদ, ছাত্র জমিয়ত বাংলাদেশের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন আল আদনান।

ড. মহিউদ্দিন ইকরাম আরো বলেন, বায়তুল মুকাদ্দাসে মুসলমানদের উপর হামলা হচ্ছে এটা বিশ্ব মুসলিম বরদাশত করতে পারে না। মুসলমানদের ঈমানী দায়িত্ব নিজ নিজ অবস্থান থেকে ঐক্যবদ্ধ হয়ে ইহুদীদের জুলুমের বিরুদ্ধে জেগে উঠা ও সোচ্চার হওয়া। নেতৃবৃন্দ হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী মহাসচিব ও লালবাগ মাদরাসার শুরার সদস্য মুফতি জসিম উদ্দিনকে হত্যার উদ্দেশ্যে ছুরিরাঘাতকারীকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মুসলিম-উম্মাহ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ