Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আমাদের টার্গেট ’১৮ সালের মধ্যে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়া -বিদ্যুৎ প্রতিমন্ত্রী

প্রকাশের সময় : ৩১ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

কেরানীগঞ্জ (ঢাকা) উপজেলা সংবাদদাতা : বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছেন প্রধানমন্ত্রী টার্গেট করেছেন ২০২১ সালের মধ্যে ঘরে ঘরে বিদ্যুৎ। আমাদের টার্গেট ২০১৮ সালের মধ্যে প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হবে। একটা পদ্মা সেতু বরিশাল, পটুয়াখালী ও খুলনাসহ দক্ষিণ অঞ্চলের মানুষের আয় দ্বিগুণ বাড়িয়ে দেবে। বিদ্যুতের ব্যবহার বেড়ে যাবে তিনগুণ। বিদ্যুতের জন্য আমরা প্রায় রাতে একটা প্ল্যান করেছি। রামপালে বিদ্যুতের ব্যবস্থা করা হচ্ছে। প্রধানমন্ত্রী যে ভিশন দিয়েছেন বাংলাদেশ অতি দ্রুত মধ্যম আয়ের দেশে পরিণত হবে। মানুষের মাথাপিছু আয় দুই থেকে তিনগুণ বেড়ে যাবে। আগামী ৪/৫ বছরের মধ্যে বাংলাদেশের চেহারাই পাল্টে যাবে। বুড়িগঙ্গা নদীর উপর নারায়ণগঞ্জ ও কামরাঙ্গীরচরে আরো দুই সেতু নির্মাণ হবে। কেরানীগঞ্জে আরো বড় বড় রাস্তা ও রিং রোড হবে। এগুলো মহাসড়কের সাথে সংযোগ দেওয়া হবে। কেরানীগঞ্জে বর্জ থেকে বিদ্যুৎ উৎপাদন করা হবে। এই কার্যক্রম সফলতা পেলে বাংলাদেশের প্রত্যেকটি উপজেলায় বর্জভিত্তিক বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা করা হবে। তিনি গতকাল মঙ্গলবার বিকেলে কেরানীগঞ্জ উপজেলা পরিষদ মাঠে ¯্রডো আয়োজিত মডার্ন চুলা মেলার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। এ সময় আরো বক্তর‌্য রাখেন কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান প্রমুখ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আমাদের টার্গেট ’১৮ সালের মধ্যে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়া -বিদ্যুৎ প্রতিমন্ত্রী
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ