Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিএসইসি কমিশনারের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ ২ বছর বাড়লো

প্রকাশের সময় : ৩১ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার প্রফেসর স্বপন কুমার বালার চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ ২ বছর বাড়ানো হয়েছে। গত সোমবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের অধ্যাপক স্বপন কুমার বালাকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম সম্পর্ক পরিত্যাগের শর্তে নিয়োগের তারিখ হতে পরবর্তী ৪ বছর মেয়াদে বিএসইসি কমিশনার পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হলো। এর আগে গত ১৮ এপ্রিল তাকে ২ বছরের চুক্তিতে বিএসইসি’র কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছিল জনপ্রশাসন মন্ত্রণালয়।
উল্লেখ্য, আইন অনুসারে একজন চেয়ারম্যান ও চারজন কমিশনার নিয়ে দেশের বিএসইসি গঠিত হয়। বর্তমানে কমিশনে এম খায়রুল হোসাইন চেয়ারম্যান এবং প্রফেসর হেলালউদ্দীন নিজামী, মো. আমজাদ হোসাইন ও মো. এ সালাম সিকদার কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিএসইসি কমিশনারের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ ২ বছর বাড়লো
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ