Inqilab Logo

বুধবার ১৩ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কক্সবাজার থেকে অপহৃত শিশু চট্টগ্রামে উদ্ধার

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০১ এএম

পাওনা এক লাখ টাকা না পেয়ে তিন বছরের শিশুকে অপহরণের পর পুলিশের হাতে ধরা পড়েছে মো. শরীফ (৩৩) নামে এক যুবক। রোববার সন্ধ্যায় নগরীর রেলস্টেশন থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। তার কাছ থেকে উদ্ধার করা হয় অপহৃত শিশু জুনায়েদকে। পুলিশ জানায়, কক্সবাজার জেলার রামুর ফকিরাবাজার এলাকার বাসিন্দা মো. জাহাঙ্গীরের শিশু পুত্রকে রোববার সকালে অপহরণ করে শরীফ। এরপর তাকে নিয়ে চট্টগ্রাম হয়ে ঢাকায় যাওয়ার পথে পুলিশ তাকে পাকড়াও করে। শরীফ শিশুটির ফুফা। তার কাছ থেকে শিশুটির পিতা জাহাঙ্গীর এক লাখ টাকা ধার নেন। কিন্তু করোনার কারণে আর্থিক সঙ্কটে পড়ায় টাকা পরিশোধ করতে ব্যর্থ হন। টাকা না পেয়ে প্রতিশোধ নিতে তার শিশু পুত্রকে অপহরণের কথা স্বীকার করেছে শরীফ। কোতোয়ালী থানার ওসি মো. নেজাম উদ্দিন জানান, শিশুটিকে উদ্ধারের পর তার মা-বাবার কাছে ফেরত দেয়া হয়েছে। শরীফের বিরুদ্ধে শিশুটির মা বাদী হয়ে অপহরণ মামলা করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অপহৃত-শিশু
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ