Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উর্দুভাষীদের উচ্ছেদ বন্ধের দাবি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৮ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০০ এএম

দখল করে নেয়া বাড়ি-ঘর ফেরত প্রদান এবং পূনর্বাসনের মাধ্যমে ‘ক্যাম্প-জীবন’ অবসানের দাবি জানিয়েছে ‘ইন্ডিয়ান বংশোদ্ভ‚ত উর্দুভাষী সংখ্যালঘু কাউন্সিল-বাংলাদেশ’। সম্প্রতি অনুষ্ঠিত এক সভায় সংগঠনটির নেতৃবৃন্দ এ আবেদন জানান। গতকাল রোববার সংগঠনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

সংগঠনের সভাপতি মোহাম্মদ শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় ভাইস প্রেসিডেন্ট গোলাম রসুল, মহাসচিব আফজাল ওয়ার্সী, কোষাধ্যক্ষ মো. রিয়াজউদ্দিন, কেন্দ্রীয় নেতা হোসনে আরা ডলি, জহুর মাস্টার, মো. আকবর ওয়ার্সী, মো. হাবিব, মো. আজাদ প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, ১৯৪৬ সাল থেকে ১৯৬৪ সাল পর্যন্ত ভারত থেকে পরিকল্পিত দাঙ্গার কারণে উর্দুভাষীরা মুসলিম অধ্যুষিত পূর্ব বাংলায় আসতে থাকে। তারা ওই সময় পুনর্বাসিত হয়েছে। কিন্তু আমাদের পূর্ব পুরুষদের যারা হত্যা করেছিল সেই মহলই মহান স্বাধীনতা যুদ্ধের আগে-পরে আমাদের আরেকবার হত্যা করে। ঘর-বাড়ি ও প্রতিষ্ঠান থেকে আমাদের উচ্ছেদ করে খোলা আকাশের নিচে আমাদের বসবাস করতে বাধ্য করে।

স্বাধীনতা যুদ্ধের পর আন্তর্জাতিক সংস্থা ‘আইসিআরসি’ উর্দুভাষীদের দেখাশোনা করতো। ১৯৭২ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্যাম্পগুলোকে দুর্যোগ, ত্রাণ ও পূনর্বাসন মন্ত্রণালয়ের মাধ্যমে জেলা প্রশাসককে দায়িত্ব দেন। এখন ‘অবৈধ’ আখ্যা দিয়ে মিরপুর-১০, ১১, ১২ এলাকা থেকে উর্দুভাষী বাংলাদেশিদের উচ্ছেদ করা হচ্ছে।

পুনর্বাসন ব্যতিত উচ্ছেদ বন্ধসহ ৮ দফা সুপারিশ পেশ করা হয় এ সভায়। এর মধ্যে রয়েছে, যে যেখানে বসবাস করছেন তার আশপাশে কমপক্ষে ৩ কাঠা জমি বরাদ্দ প্রদান, পূর্বের জায়গা ফেরত সাপেক্ষে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা, ক্যাম্পবাসীর বিরুদ্ধে করা হয়রানিমূলক মামলা প্রত্যাহার, ক্যাম্পের প্রকৃত মাদক ব্যবসায়ীদের চিহ্নিত করতে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন এবং জড়িতদের আইনের আওতায় আনা, বেনারসী পল্লীর জায়গা ভারত থেকে আগত বেনারশী মালিক-শ্রমিকদের মাঝে হস্তান্তর এবং পূর্ণ পুনর্বাসন না করা পর্যন্ত উচ্ছেদ বন্ধ রাখা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উর্দুভাষী
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ