Inqilab Logo

শনিবার, ০৬ জুলাই ২০২৪, ২২ আষাঢ় ১৪৩১, ২৯ যিলহজ ১৪৪৫ হিজরী

ভোটাধিকার প্রতিষ্ঠায় ইসলামী অনুশাসনের বিকল্প নেই

ইসলামী আন্দোলন বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৮ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০০ এএম

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেছেন, বর্তমান সরকারের আমলে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে। দেশের টাকা বিদেশে পাচার হয়েছে হাজার হাজার কোটি টাকা। তিনি আরো বলেন, বর্তমানে দেশ ও জাতি এক ক্রান্তিকাল অতিক্রম করছে। জনগণের মৌলিক অধিকার এমনকি ভোটাধিকারও ভুলুন্ঠিত। তিনি বলেন, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় ইসলামী অনুশাসনের বিকল্প নেই।

শনিবার বিকেলে মুরাদনগর উপজেলাস্থ একটি মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশের সহযোগি সংগঠন ইসলামী যুব আন্দোলন মুরাদনগর উপজেলা শাখা আয়োজিত আলোচনা সভা প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইসলামী আন্দোলনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।

শাখা সভাপতি মুহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং মাওলানা শুআইব আহমদের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা ইসলামী যুব আন্দোলনের সভাপতি, ইসলামী আন্দোলন মুরাদনগর উপজেলা সভাপতি এম এম মফিজুল ইসলাম, উপজেলা বামুক সাধারণ সম্পাদক আলহাজ আবুল হোসেন আবু, আলহাজ আনোয়ার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ আব্দুস সাত্তার ও মুহাম্মদ আব্দুল হক। আলোচনা শেষে মুহাম্মদ সাইফুল ইসলামকে সভাপতি, হাফেজ আলআমিন সাইফীকে সহ-সভাপতি এবং মাওলানা শুআইব আহমদকে সাধারণ সম্পাদক করে মুরাদনগর উপজেলা ইসলামী যুব আন্দোলনের কমিটি ঘোষণা করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ