Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আদালত পরিবর্তন সংক্রান্ত শুনানি আজ

এমসি কলেজে গৃহবধূকে গণধর্ষণ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৭ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০০ এএম

সিলেট এমসি কলেজে গৃহবধু গণধর্ষণ মামলায় বিচারিক আদালত পরিবর্তন সংক্রান্ত আবেদনের শুনানি আজ ( রোববার)। গত বৃহস্পতিবার বিচারপতি এম.ইনায়েতুর রহিম এবং বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের ডিভিশন বেঞ্চ এ তারিখ ধার্য করেন। মামলার বাদীর পক্ষে আবেদনটি করেন ব্যারিস্টার আব্দুল কাইয়ুম লিটন। আবেদনে বলা হয়, বাদী ন্যায়বিচার না পাওয়ার আশঙ্কা থেকে এই আদালত পরিবর্তনের আবেদন করেছেন। ব্যারিস্টার লিটন বলেন, ফৌজদারি কার্যবিধির ৫২৬ ধারায় আদালত পরিবর্তনের এই আবেদন করা হয়। সিলেটের অন্য কোনো ট্রাইব্যুনালে বিচারের জন্য মামলাটি যেন বদলির আদেশ দেয়া হয়।

প্রসঙ্গত: ২০২০ সালের ২৫ সেপ্টেম্বর এমসি কলেজ ছাত্রাবাসে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ করে ছাত্রলীগের একদল নেতাকর্মী। ওই রাতেই ধর্ষিতার স্বামী বাদী হয়ে শাহ পরান থানায় মামলা করেন। চার্জশিট ভুক্ত আসামিরা হলেন, সাইফুর রহমান, শাহ মাহবুবুর রহমান ওরফে রনি, তারেকুল ইসলাম ওরফে তারেক, অর্জুন লস্কর, আইনুদ্দিন ওরফে আইনুল ও মিসবাউল ইসলাম ওরফে রাজন, রবিউল ইসলাম এবং মাহফুজুর রহমান ওরফে মাসুম। সব আসামি এখন কারাগারে রয়েছেন। গত ১৭ জানুয়ারি এ মামলায় অভিযোগ গঠনের আদেশ দেন সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মোহিতুল হক। মামলাটি এখন সাক্ষ্য গ্রহণ পর্যায়ে রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গৃহবধূ-গণধর্ষণ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ