Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঈমানী তাকওয়া অর্জনের মাধ্যমেই কল্যাণ আসবে

পীর সাহেব মধুপুর মাওলানা আব্দুল হামিদ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৫ ফেব্রুয়ারি, ২০২১, ১১:১১ পিএম

মুমিনের চরিত্র অর্জন করতে পারলেই আল্লাহর পক্ষ থেকে বিজয় আসবে। ঈমানী তাকওয়া অর্জনের মাধ্যমেই দুনিয়া আখেরাতে কল্যাণ আসবে। ইসলামের দুশমনরা নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত। দ্বীন জিন্দা থাকলেই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপদ থাকবে। গতকাল শুক্রবার দক্ষিণ কেরাণীগঞ্জের আব্দুল্লাহপুরস্থ জামি’আ আশরাফিয়া হালিমিয়া আবেদিয়া (মক্কীনগর মাদরাসা প্রাঙ্গণে ৯ম বার্ষিক ওয়াজ মাহফিলে মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মধুপুর পীর সাহেব মাওলানা আব্দুল হামিদ সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।
হাফেজ মাওলানা আহমদুল্লাহর পরিচালনায় এতে অন্যান্যের মধ্যে বয়ান করেন, হেফাজতে ইসলাম ঢাকা মহানগরী মহাসচিব মাওলানা মামুনুল হক, মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ূবী, মুফতি নজরুল ইসলাম কাসেমী, মাওলানা রশিদ আহমদ, মাওলানা আব্দুল খালেক শরীয়তপুরী, মাওলানা আবুল কাশেম আশরাফী, মাওলানা লিয়াকত আলী ও মুফতি আব্দুর রব ফরিদী।
মধুপুর পীর সাহেব মাওলানা আব্দুল হামিদ বলেন, বর্তমান সমাজ ব্যবস্থায় যুবক-যুবতীরা নীতি নৈতিকতা হারিয়ে বিপদগামী হচ্ছে। তিনি বলেন, ঘরে ঘরে কুরআনের আলো জ্বালাতে হবে। ধর্মীয় শিক্ষাকে বাধ্যতামূলক করতে পারলেই ছাত্র-ছাত্রীরা আদর্শবান হয়ে গড়ে উঠবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পীর সাহেব মধুপুর মাওলানা আব্দুল হামিদ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ