Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় রপ্তানিতে স্বর্ণপদক পেলেন সার্ভিস ইঞ্জিনের চেয়ারম্যান মহিউদ্দিন মোনেম

প্রকাশের সময় : ৩০ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : বাংলাদেশ সরকার ১১১টি প্রতিষ্ঠানকে বিগত ২০১১-১২ ও ২০১২-১৩ অর্থবছরের রপ্তানিতে বিশেষ অবদান রাখার জন্য ‘জাতীয় রফতানি ট্রফি’ প্রদান করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল ওসমানী স্মৃতি মিলনায়তনে পুরস্কার প্রাপ্তদের হাতে ট্রফি ও সার্টিফিকেট তুলে দেন। এক্সপোর্ট প্র্রমোশোন ব্যুরো (ইপিবি) বিগত ২০১২-১৩ এর অর্থবছরের জন্য ৬০টি এবং ২০১১-১২ এর জন্য ৫১ টি প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান করে। স্বর্ণ, রৌপ্য এবং ব্রোঞ্জ এই তিনটি ক্যাটাগরিতে রপ্তানি ট্রফি দেয়া হয়। বিভিন্ন খাতের গুরুত্বপূর্ণ রপ্তানিতে অবদানকারী প্রতিষ্ঠান এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে। সার্ভিস ইঞ্জিন দেশের কম্পিউটার সফটওয়্যার খাতে বিশেষ অবদান রাখার জন্য জাতীয় রপ্তানিতে স্বর্ণপদক লাভ করে। দেশের শীর্ষস্থানীয় বিজনেস প্রসেস আউটসোর্সিং কোম্পানি সার্ভিস ইঞ্জিনের দেশের বাইরেও বিভিন্ন স্থানে সেবাকেন্দ্র রয়েছে। তারা বিভিন্ন দেশে ব্যাংক অফিস প্রসেসিং, ডিজিটাল এডভারটাইজিং অপারেশন, ওয়েব এবং সফটওয়্যার ডেভেলপমেন্ট, ডেটা এগ্রিগেশন, কোয়ালিটি এস্যুরেন্স এবং ডিজিটাল পাবলিশিং টেস্ট, ফিনান্সিয়াল রিস্ক এবং কমপ্লায়েন্স সেক্টরে সেবা প্রদান করে থাকে। সার্ভিস ইঞ্জিন-এর চেয়ারম্যান ও সহপ্রতিষ্ঠাতা এ. এস. এম. মহিউদ্দিন মোনেম কম্পিউটার সফটওয়্যার খাতে জাতীয় রপ্তানিতে স্বর্ণ বিজয়ী এবং তিনি গত তিন বছর ধরে ধারাবাহিকভাবে কমার্শিয়াল ইম্পরট্যান্ট পারসন (সিআইপি) এর উপাধি ধরে রেখেছেন। তিনি বাংলাদেশ চেক রিপাবলিক-এর সম্মানসূচক দূত এবং বাংলাদেশ সরকারের উপদেষ্টা পরিষদের একজন গুরুত্বপূর্ণ সদস্য। তিনি আব্দুল মোনেম গ্রুপ-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং ঢাকা চেম্বার অফ কমার্স (ডিসিসিআই) এর নির্বাচিত পরিচালক। তিনি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার ইনফরমেশন সার্ভিস (বেসিস) এরও একজন সদস্য।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় রপ্তানিতে স্বর্ণপদক পেলেন সার্ভিস ইঞ্জিনের চেয়ারম্যান মহিউদ্দিন মোনেম
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ