পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
ধামরাই (ঢাকা) উপজেলা সংবাদদাতা : ঢাকার ধামরাইয়ে রাস্তার পাশে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশ পোল্ট্রি ফার্ম করার অপরাধে ৩ মালিককে আর্থিক জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত ।
গতকাল (সোমবার) উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ শরিফুল ইসলাম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
জানা গেছে, উপজেলা কুল্লা ইউনিয়নের লাড়ুয়াকুÐ গ্রামের আশপাশে অর্থাৎ রাস্তার পাশ দিয়ে অসংখ্য পোল্ট্রি ফার্ম গড়ে উঠেছে। এমন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ শরিফুল ইসলাম ওই এলাকায় পরিদর্শনে যান। পরে দেখেন প্রায় প্রতিটি ফার্মে লেয়ার ও ব্রয়লার মুরগি অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশ লালন-পালন করছে। কোন লোক রাস্তা দিয়ে গেলে নাক না চেপে যেতে পারছে না। এমন অভিযোগে আদর্শ পোল্ট্রি ফার্ম, আজাদ পোল্ট্রি ফার্ম ও নূর হোসেন পোল্ট্রি ফার্ম মালিক প্রত্যেককেই ৫ হাজার টাকা করে জরিমানা করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।