Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অ্যামোনিয়া গ্যাস সঙ্কটে রসায়ন সমিতির উদ্বেগ

প্রকাশের সময় : ৩০ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

গত ২২ আগস্ট রাতে চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত ডাই অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) সার কারখানায় অ্যামোনিয়া গ্যাস ট্যাঙ্ক দুর্ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করার জন্য বাংলাদেশ রসায়ন সমিতির কার্যকরী পরিষদে ২৮ আগস্ট ২০১৬ এক জরুরী সভায় মিলিত হন। বিসিআইসি কর্তৃক মনোনীত ১০ সদস্যের তদন্ত কমিটিতে কোন রসায়নবিদ নেই। এ সভা মনে করে যে উক্ত কমিটিতে ২/১ জন রসায়নবিদ থাকলে তদন্ত রিপোর্ট আরও তথ্যবহুল হতো। এ দুর্ঘটনার অ্যামোনিয়া গ্যাসে জীববৈচিত্র্যে বিপর্যয় এবং পরবর্তীতে পরিবেশের যে বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে তা নিরূপনের জন্য রসায়নবিদ ও পরিবেশ বিশেষজ্ঞ সমন্বয়ে আর একটি তদন্ত কমিটি গঠন করা প্রয়োজন। রসায়ন সমিতি দেশের ৫ জন প্রথিতযশা রসায়নবিদ ও পরিবেশবিদ সমন্বয়ে একটি কমিটি গঠন করেছে। এ কমিটি ডাই অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) সার কারখানা সরেজমিনে পরিদর্শন করে দুর্ঘটনার কারণ এবং পরিবেশের উপর সম্ভাব্য বিরূপ প্রতিক্রিয়া নিরূপণ করে একটি পূর্ণাঙ্গ রিপোর্ট পেশ করবেন। -প্রেস বিজ্ঞপ্তি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অ্যামোনিয়া গ্যাস সঙ্কটে রসায়ন সমিতির উদ্বেগ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ