Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

চুরি যাওয়া রিজার্ভ সমন্বয় করে আর্থিক প্রতিবেদন অনুমোদন বাংলাদেশ ব্যাংকের

প্রকাশের সময় : ৩০ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : চুরি হওয়া রিজার্ভের অর্থ সমন্বয় দেখিয়ে আর্থিক প্রতিবেদন অনুমোদন করেছে বাংলাদেশ ব্যাংক। গতকাল কেন্দ্রীয় ব্যাংকের বোর্ডসভায় এ অনুমোদন দেয়া হয়। একই সঙ্গে, কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের জন্য ৪টি ইনসেন্টিভও অনুমোদন দেয়া হয়েছে। সভা শেষে বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক ড. জামালউদ্দিন আহমেদ সাংবাদিকদের এসব কথা বলেন। জামালউদ্দিন জানান, চুরি হওয়া রিজার্ভের অর্থকে ‘প্রটেস্টেট বিল’ দেখিয়ে হিসাব করা হয়েছে। এ অর্থ ফেরত আনা যাবে এটা ধরেই বার্ষিক প্রতিবেদন সমন্বয় করা হয়েছে। এজন্য ব্যালেন্স সিটে ‘প্লাস-মাইনাস’ করে হিসাব মেলানো হয়েছে। তিনি বলেন, কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের অনেক দিনের দাবির প্রেক্ষিতে ইনসেনটিভ অনুমোদন করা হয়েছে। প্রসঙ্গত, রিজার্ভ চুরির ঘটনায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান ১৫ মার্চ পদত্যাগ করলে গত ২০ মার্চ নতুন গভর্নর হিসেবে যোগদান করেন ফজলে কবীর। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. ফজলে কবীরের সভাপতিত্বে সভায় ৬ সদস্যের পরিচালনা পরিষদ সভায় উপস্থিত ছিলেন। এর মধ্যে বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক ড. জামালউদ্দিন আহমেদ ও বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস)
গবেষণা পরিচালক রুশিদান ইসলাম রহমান এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ইউনুসুর রহমান, অর্থ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মাহবুব আহমেদ এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নজিবুর রহমান পরিচালনা পরিষদের সদস্য হিসেবে ওই সভায় উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চুরি যাওয়া রিজার্ভ সমন্বয় করে আর্থিক প্রতিবেদন অনুমোদন বাংলাদেশ ব্যাংকের
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ